ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: ‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ্য জীবন’ এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে দিবসটি উপলক্ষ্যে একটি র্যালী ধুনট উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও শিক্ষার্থীদের হাত ধোয়া কর্মসূচী অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রোজিনা আক্তার সুমির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহানা, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও ব্রাক ধুনট শাখার এরিয়া ম্যানেজার (ওয়াশ) সোহরাব হোসেন প্রমুখ।
বিপি/কেজে