Home অন্যান্যএক্সক্লুসিভ লালমনিরহাট সীমান্তে দুই বাংলার মিলন মেলা

লালমনিরহাট সীমান্তে দুই বাংলার মিলন মেলা

by Dhaka Office
A+A-
Reset

মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে : মা এসেছে মেয়ের সাথে দেখা করতে, ভাই এসেছে ভাইয়ের দেখা
করতে। মা তার মেয়েকে বুকে জড়িয়ে ধরতে চেষ্টা করলেও সেখানে বাঁধা হয়ে দাড়াঁয় সীমান্তের কাটা তার। তারপরও দুর থেকে মা-মেয়ের দেখা ও কথা হওয়ায় খুশি মুখে বাড়ি ফিরছেন মেয়ে দীপা বালা। সনাতন ধর্মালম্বীদের কালীপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নবীনগর বাউরা সীমান্তের বিপরীতে ভারতীয় কুচলিবাড়ী বিএসএফ ক্যাম্পের নিকট বাংলাদেশ-ভারত দুই দেশের মানুষদের মিলন মেলা অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত দুই দেশের হিন্দু ধর্মালম্বী ছাড়াও মুসলমানসহ কয়েক হাজার মানুষ দুই বাংলার আত্মীয়-স্বজন একে অপরকে একনজর দেখার জন্য ভারতীয় কাটা তারের বেড়ার দু’পাশে ভীড় জমান। এ সময় উভয় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন তাদের আপনজনদের দেখে আবেগ আপ্লুত হন ও কুশল বিনিময় করেন।

হাতীবান্ধা উপজেলার নাওদাবাস এলাকা থেকে আসা প্রদীব কুমার বলেন, ৪৭ সালে দেশ ভাগের সময় এক চাচা ভারতে চলে গেছে। চাচাত ভাইদের সাথে দেখা করে অনেক ভালো লাগছে। জমগ্রাম এলাকার ইউনুস আলী সরকার বলেন, ভারতে বসবাসরত ভাই, ভাতিজাদের সাথে কথা বলে মনে শান্তি লাগছে।

বাংলাদেশ থেকে দেখতে আসা লোকজনদের মাঝে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রসাদ বিতরণ করেন। পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রহুল আমিন বাবুল বলেন, প্রতি বছর কালীপূজার সময় দুই বাংলার লোকজন একটু দেখা করতে সীমান্তে মিলিত হয়।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী