ফরিদপুর থেকে সংবাদদাতা : ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলের চারদিনব্যাপী বাৎসরিক উরস শরীফ শুরু হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারী। ওইদিন জু’মার নামাজ আদায়ের পর হযরত শাহ্ সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের পবিত্র রওজা মোবারক জেয়ারতের মধ্য দিয়ে উরস শরীফের আনুষ্ঠানিকতা শুরু হবে।
১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার বাদ ফজর মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও দেশের সার্বিক কল্যাণের জন্য আখেরী মোনাজাতের মাধ্যমে উরসের সমাপ্তি হবে। মোনাজাত পরিচালনা করবেন শাহ্ সূফী ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের প্রতিনিধি পীরজাদা আলহাজ খাজা মাহ্ফুজুল হক মুজাদ্দেদী। চারদিনব্যাপী এ উরসে পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির- আসকার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ-নসিহত, মিলাদ মাহফিল, ফরজ ও সুন্নত এবাদত বন্দেগীর পাশাপাশি নফল এবাদত অনুষ্ঠিত হবে।
আজ রোববার বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম ও কর্মী গ্রুপের সহকারী প্রধান অধ্যাপক দলিলউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিপি/কেজে