Home অন্যান্যএক্সক্লুসিভ আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়ন আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়ন আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

by Dhaka Office
A+A-
Reset

বিপ্লব আহমেদ, ফরিদপুর থেকে: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১০ জানুয়ারি দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে উদ্ধোধন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য ও ঢাকা টাইমস, সাপ্তাহিক এইসময়ের সম্পাদক আরিফুর রহমান দোলন। সম্মেলন উদ্বোন করেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন। এছাড়া আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেগম ঝর্ণা হাসান, মাইনুদ্দিন আহমেদ মানু, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, ফরিদপুর কোতায়ালী থানা
আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান ইকু।

এছারাও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক কে এম সেলিম, সদস্য আবু নাঈম,
ফরিদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ফাইন, কৃষক লীগের সভাপতি শেখ শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন মৃধা, জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামিম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সুবল চন্দ্র সাহা বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমান সময়ে দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। বাংলাদেশ সারা পৃথিবীতে উন্নয়নের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। এই অঞ্চলের অভিভাবক খন্দকার মোশাররফ হোসেন ব্যাপক উন্নয়ন করে চলেছেন।মুজিব বর্ষ উপলক্ষে ৬৮ হাজার দুস্থ মানুষকে ঘর বাড়ি তৈরি করে দেওয়া হবে।

আমরা জিডিপিতে এগিয়ে যাচ্ছি। এরই মধ্যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ রুপান্তরিত হয়েছে। আওয়ামী লীগের দলীয় গঠনতন্ত্র না মেনে যারা কমিটি করবে তাদেরকে প্রয়োজনে দল থেকে বহিস্কার করা হবে বলে জানান সুবল চন্দ্র। অনুষ্ঠানে প্রধান বক্তা আরিফুর রহমান দোলন বলেন, ওয়ার্ডের নেতা কর্মীরা আওয়ামী লীগের প্রাণ। কিন্তু দুঃখের বিষয় ভোটের সময় তাদেরকে কাজে লাগানো হয়। এরপরে যারা নির্বাচিত হয়ে যান তাদেরকে (নেতাকর্মী) এখন ভুলে যাওয়া হয়। বেগম খালেদা জিয়া এক সময় তৃণমুলকে অবহেলা করতেন বং দুর্নীতিকে একমাত্র তার নিজের অবলম্বন মনে করতেন। এখন তিনি জেলখানায়। এভাবে যারা অতীতে আপনাদের সমর্থন নিয়ে ভালো ভালো কথা বলেছেন, ওয়াদা দিয়েছে কিন্তু সেই ওয়াদা রক্ষা করেনি। অনেকে কোরআন শরীফ ছুয়ে শপথ নিয়ে শপথ ভঙ্গ করেছে, জনগণের হক আমানত নষ্ট করছে।

আজ স্কুল-কলেজ, মসজিদ মাদরাসা সব জায়গায় উন্নয়ন হচ্ছে। এজন্য কৃতঘ্ধসঢ়;নতা জানায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও ফরিদপৃুরের অভিভাবক ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপিকে। এই অঞ্চলে আড়াইশ রাস্তা তিনি এলজিইআরডি মন্ত্রী থাকা অবস্থায় করেছেন। যা বিগত ৫০ বছরে এই অঞ্চলে হয়নি। এই উন্নয়ন ও অগ্রগতি আগামিতেও হবে। শুধু আওয়ামী লীগকে সংগঠিত রাখেন এবং ঐক্যবদ্ধ থাকেন। দলের মধ্যে ধানের চিটার মতো যারা আছে তারা বিদায় হয়ে যাবে। জনগণের আমানত নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদেরকে প্রতিহত করব। এই গোপালপুর ইউনিয়ন আলফাডাঙ্গার মডেল ইউনিয়ন। এখানে আওয়ামী লীগের ঐক্য হবে সব থেকে সুসংগতিত।

যারা এই ইউনিয়নে জনপ্রতিনিধি হবেন তারা হবে সৎ এবং রক্ষাকারী। আজকের সম্মেলনে যে নেতৃত্ব প্রতিষ্ঠা হবে তা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। এটাই আমার কামনা। কারণ বিভিন্ন জায়গায় আমরা বিভেদের কথা শুনি সেটা শুনতে চাই না।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী