কাজী এহসান আহম্মেদ,বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) থেকে : বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য বর্ণিল সাজে সেজেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
দিনটিকে ঘিরে নেয়া হয়েছে নানা রকমের কর্মসূচী। ১৭ই মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন। দিবসটি উদযাপনের জন্য বশেমুরবিপ্রবির একাডেমী ভবন,প্রশাসনিক ভবন, হল সহ ক্যাম্পাসের অন্যান্য জায়গা আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।শিক্ষার্থীরাও বেশ উপভোগ করছে এ দৃশ্য।এমন চমকপ্রদ আয়োজনের জন্য সাধারণ শিক্ষার্থীরা ভার্সিটি প্রশাসনকে ধন্যবাদ দিয়েছে।
সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙবন্ধু শেখ মুজিবুর রহমান এর পূন্যভূমি গোপালগঞ্জের বশেমুরবিপ্রবিতে মুজিব জন্মশতবার্ষিকী বেশ জাকজমকভাবে উদযাপন করা হচ্ছে । এছাড়া দিবসটি উপলক্ষে দোয়া,মিলাদ মাহফিল,বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন,কেক কাটা সহ রয়েছে আরো নানা আয়োজন৷
বিপি/আর এল