ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা : বগুড়ার ধুনট উপজেলায় জুয়েল হোসেন নামে এক আওয়ামী লীগের নেতার
বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিদুল হাসান লিটনকে (৩৫) পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। কালোবাজারে ত্রানের চাল কেনার প্রতিবাদ করায় মহিদুল হাসান লিটনকে পেটানো হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার গোসাইবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মহিদুল হাসান লিটন পেশায় পল্লী চিকিৎসক। তিনি গোসাইবাড়ি বাজারের মীম ফার্মেসীর মালিক। অপরদিকে ব্যবসায়ী জুয়েল হোসেন ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তারা বানিয়াজান গ্রামের বাসিন্দ।
মঙ্গলবার সকালে মহিদুল হাসান লিটন নিজ বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠানে রওনা হন। পথিমধ্যে গোসাইবাড়ী গ্রামীন ব্যাংক এলাকায় পৌছলে লিটনকে পিটিয়ে আহত করেছেন জুয়েল ও তার লোকজন। এসময় স্থানীয়রা লিটনকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
লিটনের ভাই ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আলী হাসান মিন্টু বলেন, ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদ এলাকা থেকে ত্রানের চাল কিনে রবিবার সন্ধ্যায় বাড়ি দিকে রওনা হন জুয়েল। এ বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছিল। এতে ক্ষুদ্ধ হয়ে জুয়েল ও তার লোকজন আমার ভাইকে পিটিয়ে আহত করেছে। এ বিষয়ে জুয়েল হোসেন বলেন, মিন্টু আমার বিরুদ্ধে প্রশাসনের নিকট ত্রানের চাল কেনার মিথ্যা অভিযোগ দেওয়ায় তার সাথে আমার বিরোধ হয়েছে। কিন্ত তার ভাই লিটনকে মারপিটের ঘটনার সাথে আমি জড়িত না। তারপরও আমার বিরুদ্ধে মারপিটের মিথ্যা অভিযোগ করছেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, এ ঘটনাটি কেউ আমাকে বলেনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিপি/আর এল