Home অন্যান্যএক্সক্লুসিভ তেঁতুলিয়ায় সেনাবাহিনীর রেশনের টাকায় ত্রাণ বিতরণ

তেঁতুলিয়ায় সেনাবাহিনীর রেশনের টাকায় ত্রাণ বিতরণ

by Dhaka Office
A+A-
Reset

হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়ায় (পঞ্চগড়) থেকে : তেঁতুলিয়াসহ পঞ্চগড়ের বিভিন্ন আশ্রায়ন প্রকল্পে বসবাসরত দরিদ্র ও দুস্থ মানুষের ঘরে ঘরে খাবার পৌছে দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার দুপুরে উপজেলার ডাহুক গুচ্ছ গ্রামে সেনাবাহিনীর সদস্যরা এই ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে। রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট ইনজামামুল আমীন প্রীমনের নেতৃত্বে ডিভিশনের সেনাবাহিনীর সদস্যরা প্রান্তিক পর্যায়ের দরীদ্র মানুষের ঘরে ঘরে খাবার পৌছে দেন। চাল, ডাল, তেল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর একটি করে প্যাকেট প্রত্যেক বাড়ির দরজায় পৌছে দেন তারা। সেনাবাহিনী সূত্র জানায় সেনাবাহিনী সদস্যদের রেশনের টাকা এবং সেচ্ছা সেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় এই ত্রাণ দেয়া হচ্ছে।

এসময় এ বিষয়ে ৬৬ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট ইনজামামুল আমীন প্রীমন বলেন, করোনা সংকটে রিমুট এরিয়া গুলোতে আমরা ত্রাণ বিতরন করছি। বঞ্চিত মানুষদের তালিকা করেই এই ত্রাণ দেয়া হচ্ছে। তেঁতুলিয়া উপজেলা দিয়ে শুরু করে জেলায় ৪’শ পরিবারে ত্রাণ বিতরণ করা হয়।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী