Home অন্যান্যএক্সক্লুসিভ স্নিগ্ধতার রঙয়ে যেন একাকার প্রকৃতি

স্নিগ্ধতার রঙয়ে যেন একাকার প্রকৃতি

by Dhaka Office
A+A-
Reset

ফরিদপুরের সিভিল সার্জনের বাসভবনের পাশের পুকুরে ফুটেছে হাজারো পদ্ম ফুল। প্রতিদিনই এই ফুলের সৌন্দর্য দেখতে ভিড় করছেন অসংখ্য প্রকৃতিপ্রেমীরা। পুকুরটি হয়ে উঠেছে সৌন্দর্য্য পিয়াসীদের চিত্ত বিনোদনের নতুন কেন্দ্রস্থল। এটি কোন দীঘি, বিল বা হাওর নয়।

পুকুরজুড়ে ছড়িয়ে পড়েছে এই লাল পদ্মের আভা। ফুলে আর পাতায় ভরে গেছে সমস্ত পুকুর। ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লায় সিভিল সার্জনের বাসভবনের পরিত্যাক্ত পুকুরের দিকে তাকালে দেখা মিলবে শুভ্রতার প্রতীক এই পদ্ম ফুলের সমারোহ। যে প্রজন্ম বই পড়ে জেনেছে পদ্মদিঘি, পদ্মবিলের কথা। সেই ছবির ফুল আজ তাদের হাতের নাগালে।

তাই যেন এই পদ্ম পুকুর নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। কংক্রিটের এই শহরে অনেকেই ছুটে আসছেন দৃষ্টি নন্দিত এই দৃশ্য দেখতে। পুকুরে ফুটে থাকা এই পদ্ম তৃষ্ণা মেটাচ্ছে প্রকৃতিপ্রেমীদের। স্নিগ্ধতার রঙয়ে যেন একাকার প্রকৃতি। জলের উপরে বেছানো সবুজ পাতা ভেদ করে হেসে ওঠে লাল-সাদা হাজারো পদ্ম। কোথাও ফুটেছে আবার কোথাও ফোটার অপেক্ষা।

ফরিদপুর থেকে সংবাদদাতা :

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী