Home অন্যান্যএক্সক্লুসিভ করোনা আতঙ্কে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের আত্মহত্যা

করোনা আতঙ্কে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের আত্মহত্যা

by Dhaka Office
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: করোনা সন্দেহে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে রাজধানীর খিলগাঁও তিলপাড়ায় বাসার পাঁচতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে পুলিশের বিশেষ শাখার কনস্টেবল তোফাজ্জল হোসেন আত্মহত্যা করেছেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, গত ২৯ এপ্রিল ওই কনস্টেবলের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপরও বিষয়টি নিয়ে তার স্ত্রী সন্দেহ প্রকাশ করে আসছিলেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো। ফলে পুলিশ কনস্টেবল তোফাজ্জল মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন।

আজ সোমবার (৪ মে) সকাল পৌনে ৮টার দিকে তোফাজ্জল বাসা থেকে দরজা খুলে বের হন। এর কিছু সময় পর পাঁচতলার ছাদ থেকে ভারি কিছু পড়ে যাওয়ার শব্দ পান তার স্ত্রী। বাসার অন্যরা বের হয়ে দেখেন বাসার সামনের রাস্তায় তোফাজ্জলের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। কনস্টেবল তোফাজ্জল তার স্ত্রী ও দুই মেয়ে নিয়ে ওই বাসায় থাকতেন।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী