Home বাংলাদেশ ৩০০ টাকায় ২০ মিনিটেই পাওয়া যাবে করোনা পরীক্ষার ফল

৩০০ টাকায় ২০ মিনিটেই পাওয়া যাবে করোনা পরীক্ষার ফল

by Dhaka Office
Published: Updated:
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: মাত্র ২০ মিনিটেই মিলবে করোনা নমুনা পরীক্ষার ফল। খরচও তিনশো টাকার মধ্যে। উপজেলা পর্যায়েও পাওয়া যাবে এই সেবা। করোনা র‍্যাপিড টেস্ট কিট বাজারে আসছে শিগগিরই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি পেলেই আমদানি শুরু।

করোনা পরীক্ষার দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রোগীরা। এখন দেশে করোনা পরীক্ষার ল্যাব ৭৩ টি। কিন্তু তাও যথেষ্ঠ নয়। দিনে ১৫ থেকে ১৮ হাজার পরীক্ষা হলেও সুযোগ পাচ্ছে না অনেকেই।

একটি আরটি-পিসিআর মেশিনে এক চক্র বা ৯৬টি নমুনা পরীক্ষা করতে সময় লাগে ৫ থেকে ৭ ঘণ্টা। রিপোর্ট পেতে লাগে বেশ কদিন। র‍্যাপিড টেস্ট কিট চালু হলে কাটবে এ সংকট।

ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ব্রাজিলসহ বিভিন্ন দেশে এরই মধ্যে শুরু হয়েছে র‍্যাপিড টেস্ট। আরটি-পিসিআরের জন্য দামী যন্ত্রপাতি ও ল্যাবের প্রয়োজন হলেও এক্ষেত্রে সেটা লাগে না। ব্যক্তির লালা একটি স্ট্রিপে নিলে মাত্র ২০ মিনিটেই জানা যায় ফল। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই র‍্যাপিড টেস্ট কিটে করোনা পরীক্ষা শুরু হবে।

এন্টিবডি টেস্টের নীতিমালা চূড়ান্ত। করোনা পরীক্ষার এন্টিজেন কিটের নীতিমালা ঠিক হবে এ সপ্তাহেই। ওষুধ প্রশাসন অধিদপ্তর জানালো এন্টিবডির কার্যকারিতা ৯০ ভাগ আর এন্টিজেনের ৮০ থেকে ৯০ এবং স্পেসিফিটি শতভাগ এমন কিটই আমদানির অনুমতি দেয়া হবে।

এন্টিজেন পরীক্ষায় পাওয়া পজেটিভ রিপোর্টকে নির্ভুল ধরা হয়। আর উপসর্গ থাকলে নেগেটিভ রিপোর্ট আবার পরীক্ষা করা হবে আরটি পিসিআর মেশিনে।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী