Home বাংলাদেশবরিশাল বশেমুরবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রীর আত্নহত্যা

বশেমুরবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রীর আত্নহত্যা

by Dhaka Office
A+A-
Reset

প্রতীকী ছবি

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাদিয়া কুতুব নামের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ওই শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়টির সমাজবিজ্ঞান বিভাগের ২য় বর্ষে অধ্যায়নরত ছিল। তার বাড়ি গোপালগঞ্জ পৌরসভার চাঁদমারি রোডে।

গোপালগঞ্জের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, “সাদিয়া নামের মেয়েটি আত্নহত্যা করেছে আনুমানিক সকাল ১১-১২ টার মধ্যে। পুলিশ লাশ বুঝে পেয়েছে বেলা ২ টার দিকে।

আত্নহত্যার কারন বলে জানা গেছে পড়াশুনা ও সাংসারিক বিভিন্ন বিষয়ে বাবার সাথে অভিমান নিয়ে এই ঘটনাটি ঘটেছে।”

এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি জনাব মজনুর রশিদ জানান, ” আমরা এ বিষয়ে বিভিন্ন শিক্ষার্থীদের নিকট খোজ খবর নিচ্ছি, তবে করোনার কারণে আমরা ঘটনাস্থলে যেতে পারিনি।সাদিয়া কুতুব সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিল।

আজ সকাল আনুমানিক ১১ টায় হাসপাাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ঐ শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী