হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) থেকে : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সারাদেশে এক কোটি চারা বিতরণ, রোপন ও বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তারই ধারাবাহিকতায় পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায়ও এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কাল সকাল ১১ টায় তেঁতুলিয়া উপজেলা চত্বর পুকুর পাড়ে ৩টি বৃক্ষ (ফলজ, বনজ ও ঔষধি) রোপন করার মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নিবার্হী অফিসার সোহাগ চন্দ্র সাহা, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুল হক, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমাজ সেবা কর্মর্কতা আব্দুল রাকিব, তেঁতুলিয়া ফরেস্ট বিট কর্মকর্তা শহিদুর রহমান সহ সাংবাদিক বৃন্দ ।
বিপি/আর এল