বাংলাপ্রেস ডেস্ক: রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে পৃথক চার মামলায় আরও ২৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
রবিবার (২৬ জুলাই) বেলা ১২টার দিকে তাকে এজলাসে তোলা হয়। রাজধানীর উত্তরা পশ্চিম থানার তিনটি ও উত্তরা পূর্ব থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রত্যেকটিতে ১০ দিন করে রিমান্ড চায় পুলিশ।
শুনানি শেষে আদালত ৭ দিন করে মোট ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গেল ১৬ জুলাই করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাহেদের ১০ দিনের রিমান্ড মন্জুর করে আদালত। এর মধ্যেই সাহেদের প্রতারনার মামলা তদন্তের দায়িত্ব পায় র্যাব। ২৩ জুলাই তাকে র্যাবের হাতে হস্তান্তর করে ডিবি পুলিশ। এদিকে সাতক্ষীরার অস্ত্র আইনের মামলাতে আলাদাভাবে সাহেদের রিমান্ড চাইবে র্যাব-৬।
বিপি/আর এল