Home বাংলাদেশ বশেমুরবিপ্রবি লাইব্রেরির কম্পিউটার চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন

বশেমুরবিপ্রবি লাইব্রেরির কম্পিউটার চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন

by Dhaka Office
A+A-
Reset

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গোপালগঞ্জ এ ঘটে গেছে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ‘একুশে ফেব্রুয়ারি লাইব্রেরি’ ভবন থেকে ৪৯ টি কম্পিউটার চুরি হয়েছে বলে জানা গিয়েছে। ঈদের ছুটি শেষে ৯ তারিখের পর বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজ স্বল্প পরিসরে শুরু হওয়ায় বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এ বিষয়ে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা, মোঃ মাহবুবুল আলম জানান “লাইব্রেরি থেকে ৯১ টি নয় মোট ৪৯ টি কম্পিউটার চুরি হয়েছে” রেজিস্ট্রার কতৃক প্রদত্ত তথ্যে ত্রুটি থাকায় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ সরেজমিনে লাইব্রেরি ভবন পরিদর্শন করে উক্ত বিবৃতি দেয়।

মাননীয় ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী থেকে কম্পিউটার চুরির ঘটনায় আইন বিভাগের ডিন মোঃ আব্দুল কুদ্দুস মিয়াকে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। উক্ত তদন্ত কমিটিকে ৭ কর্মদিবসের ভিতর প্রতিবেদন জমাদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য করোনা পরিস্থিতিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় বন্ধ ছিলো বশেমুরবিপ্রবি। ছুটির ভিতর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে এধরনের বড় চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বীগ্ন হয়ে পড়েছেন।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী