Home বাংলাদেশ ধুনটে সমঝোতার বৈঠকে ছাত্রলীগ নেতাকে মারধর

ধুনটে সমঝোতার বৈঠকে ছাত্রলীগ নেতাকে মারধর

by Dhaka Office
A+A-
Reset

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় ভ্রাম্যমান আদালতে জব্দ করা বালুর নিলাম ডাকের সমঝোতার বৈঠকে যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রলীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। এসময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রেখে বালুর নিলাম ডাক স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার বাঙ্গালী নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে বালু উত্তোলন করেন স্থানীয় ব্যবসায়ীরা। এক সপ্তাহ ধরে এসব অবৈধ বালু মহলে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে কমপক্ষে দশ লাখ টাকার বালু জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

বুধবার দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই বালু নিলাম ডাকের মাধ্যমে বিক্রয়ের ব্যবস্থা করা হয়। এ অবস্থায় বালুর নিলাম ডাকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ স্থানীয় ব্যবসায়ীরা অংশ নেন। এক পর্যায়ে কমমূল্যে বালু ক্রয়ের উদ্যেশে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা সমঝোতার বৈঠক বসেন। ওই বৈঠকে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে মতবিরোধের সৃষ্টি হয়।

এ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উপজেলা যুবলীগের সদস্য খায়রুল ইসলাম জুয়েল তার প্রতিপক্ষ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ছালেহ স্বপনকে মারধর করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে চরম উত্তোজনার সৃষ্টি হয়। এ ঘটনায় উপজেলা পরিষদ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে যুবলীগ নেতা খায়রুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন নম্বরটি বন্ধ থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ছালেহ স্বপন বলেন, বালুর নিলাম ডাকে অংশ নেওয়ায় জুয়েল আমাকে মারধর করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ঘটনার পর উপজেলা পরিষদ চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মারধরের ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, বাঙালী নদী থেকে জব্দকৃত বালু দশ লাখ টাকা মূল্য নির্ধারণ করে নিলাম ডাকের ব্যবস্থা করা হয়েছিল। কিন্ত অনিবার্য কারণ বসত আপাতত বালুর নিলাম ডাক স্থগিত করা হয়েছে।

বিপি।আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী