Home রাজনীতি ১৫ আগস্ট খালেদার জন্মদিন পালন ফৌজদারি অপরাধ

১৫ আগস্ট খালেদার জন্মদিন পালন ফৌজদারি অপরাধ

by Dhaka Office
A+A-
Reset

ফাইল ছবি

বাংলাপ্রেস ডেস্ক: বঙ্গবন্ধুর হত্যাকারীদের আশ্রয় দেয়ার জন্য জিয়াউর রহমান যেমন অপরাধী, খালেদা জিয়াও একইরকম অপরাধী বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে খালেদা জিয়ার জন্মদিন পালন ফৌজদারি অপরাধ।

জিয়াউর রহমানসহ যারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পটভূমি রচনা করেছেন, তাদের মুখোশ উন্মোচন করা দরকার বলেও জানান তথ্যমন্ত্রী।

বুধবার জাতীয় প্রেসক্লাবে প্রগতিশীল ন্যাশনাল আওয়ামী পার্টি(ন্যাপ) আয়োজিত বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ”বেগম খালেদা জিয়ার এতো বছর নানা জন্মতারিখ ছিল, হঠাৎ ১৯৯৫ সালে ১৫ আগস্ট উনি জন্মগ্রহণ করলেন। বলা নেই কওয়া নেই হঠাৎ করে তিনি ১৯৯৫ সালে ১৫ আগস্টে জন্মগ্রহণ করলেন, তারপর থেকে কেক কাটা শুরু করলেন। এগুলো ফৌজদারি অপরাধ। এই অপরাধে বেগম খালেদা জিয়াও অপরাধী।”

আলোচনা সভায় ন্যাশনাল পিপলস পার্টি ও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্টের চেয়ারম্যান, প্রগতিশীল ন্যাপের আহবায়ক, দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়কসহ আরো উপস্থিত ছিলেন।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী