Home বাংলাদেশ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হরিণাকুন্ডে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হরিণাকুন্ডে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

by Dhaka Office
A+A-
Reset

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

আজ সকালে হরিণাকুন্ডু উপজেলার ছোটভাদড়া গ্রামে এ ঘটনা ঘটে।হরিনাকুন্ডু থানার আব্দুল রহিম মেল্লা জানান, দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের আব্দুর রশিদ ও আব্দুল লতিফ লতা’র বিরোধ চলে আসছিল।

শুক্রবার রাতে আব্দুর রশিদের সমর্থক নাজমুল ও লতা’র সমর্থক সবুজের তুচ্ছ বিষয় নিয়ে বাক-বিতন্ডা হয়। এরই জের ধরে আজ সকালে উভয় পক্ষের লোক দেশীয় অস্ত্র- শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।

বিপি।আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী