Home অন্যান্য বোয়ালমারীতে ভাইয়ের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন

বোয়ালমারীতে ভাইয়ের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন

by Dhaka Office
A+A-
Reset

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা মো. সেকেন্দার আলমের বিরুদ্ধে টাকা আত্মসাৎ, বসত বাড়ির জমি দখল ও মারধরের অভিযোগ এনে তার বোন রেহেনা আলম (৩৬) সংবাদ সম্মেলন করেছেন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে বোয়ালমারী পৌরসভার চৌরাস্তায় উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে রেহেনা আলম লিখিত বক্তব্য পাঠ করে বলেন, আমার বিয়ের ছয় বছর পর স্বামী মারা যায়। স্বামী মারা যাওয়ার পর আমার একটি কন্যা সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতে থাকি। কন্যা সন্তানটিকে মায়ের কাছে রেখে ঢাকা গার্মেন্টেসে চাকরি করি। গার্মেন্টস থেকে ওমান নামে দেশে চলে যায়। আমার সকল উপার্জিত টাকা আমার ভাই সেকেন্দার আলমের নামে পাঠায়। ওই টাকা দিয়ে আমার ও আমার কন্যার ভবিষ্যৎ করে দেওয়ার কথা ছিলো কিন্তু আমার ভাই সেই টাকা দিয়ে ভবিষ্যৎ করে দেননি এবং আমার টাকা ও ফেরৎ দেননি।

আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মো. মোসলেম উদ্দিন শেখ আমার বসবাস করার জন্য ৭৯৮ ও ৭৯৯ খতিয়ানের ৮৯৩ দাগের চৌহদ্দি করে চার শতক জমি গত ৬.১.২০১৯ তারিখে আমাকে দানপত্র ম‚লে রেজিস্ট্রি করে দেন। ওই জায়গায় গাছ পালা কেটে আমি ঘর করতে গেলে আমার ভাই সেকেন্দার আলম এবং তার স্ত্রী সেলিনা বেগম ঘর করতে বাধা দেয় এবং আমাদের দুই বোনকে, বাবা মাকে মারধর করে। এ ঘটনা গুলো গন্যমান্য ব্যক্তিদেরকে জানালে তাদের কথা ও পাত্তা দেননি আমার ভাই। গত ২৭.৭.২০ তারিখে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুর রহমানের নিকট লিখিত অভিযোগ করি। আমার অসহায়ত্ব দেখে নির্বাহী অফিসার মো. রাশেদুর রহমান সরেজমিনে গিয়ে দেখে আমার ভাইকে আমার জায়গায় ঘর করতে দিতে বলেন। আমার ভাই স্যারের কথা অমান্য করে বিভিন্ন ভাবে আমাকে হুমকি দেয় এবং জমি দখলের পায়তারা করে। আমি আদালতে ১৪৪ ধারা জারি করি আমার ভাই ও ১৪৪ ধারা জারি করেন।

গত ১০.১.২০২১ তারিখে আমার পক্ষে আদালত রায় দেয়। একই দিনে আমার ভাইয়ের ১৪৪ ধারা খারিজ হয়ে যায়। আমি রাজমিস্ত্রী এনে কয়েক বার ওই জমিতে কাজ করানোর চেষ্টা করি কিন্তু আমার ভাই জোর দেখিয়ে খুন গুম উচ্ছেদ, হুমকি প্রদান করছে। আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ ওহিদুরজ্জমান, পৌর মেয়র সাইফুর রহমান সাইফারসহ গন্যমান্য ব্যক্তিগন সরজমিনে এসে কাগজ পত্র দেখে আমাকে ঘর তুলতে বলেন, তার পরও আমাকে ঘর তুলতে দিচ্ছে না। এমতাবস্তায় সাংবাদিক সহ প্রসাশনের কাছে আমার আকুল আবেদন আপনাদের নিজ নিজ গনমাধ্যমে সংবাদটি প্রকাশ করে উপকৃত করবেন এবং আমি একজন অসহায় বিধবা কন্যাদ্বায় গ্রস্থ মহিলা হিসেবে আপনাদের সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রেহেনা আলমের বাবা মোসলেম উদ্দিন শেখ, মাতা রোকেয়া বেগম, বোন রজিনা আক্তার।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী