Home অন্যান্যএক্সক্লুসিভ সরকারি অফিসে রাতেও উড়ছে জাতীয় পতাকা

সরকারি অফিসে রাতেও উড়ছে জাতীয় পতাকা

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

ফরিদপুর প্রতিনিধি : দেশে চলছে মহান স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপনের প্রস্তুতি। ঠিক এই সময়েই ফরিদপুরের বোয়ালমারীতে ঘটেছে জাতীয় পতাকার অবমাননার ঘটনা।
সোমবার (২২ মার্চ) রাতে উপজেলা কৃষি উন্নয়ন কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলীর (ক্ষুদ্র সেচ) কার্যালয়ে এ দৃশ্য দেখা যায়।

স‚র্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও সেটি মানা হয়নি এই ভবনে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সোমবার রাত সাড়ে ৯টায় ভবনটির সামনে জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় রয়েছে।

এ ব্যাপারে সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন বলেন, ‘পতাকা উত্তোলন ও নামানোর দায়িত্ব অফিসের আয়ার। সম্ভবত ভুলে তিনি পতাকা নামাননি’। বিষয়টি আপনাদের নজরে কেন এলো না এমন প্রশ্নে তিনি বলেন, ‘মাঠ পর্যায়ে কাজ শেষে রাতে অফিসে ফিরেছি। এরপর আর কিছু লক্ষ্য করতে পারিনি। এ ব্যাপারে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি’। এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ মিয়া বলেন, যে পতাকার জন্য আমরা জীবনবাজি রেখে যুদ্ধ করেছি, সে পতাকার এমন অবমাননা মেনে নেয়া যায় না।

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী