ফরিদপুর প্রতিনিধি: আসন্ন ২৬ ডিসেম্বর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী রবিউল মোল্যার গণসংযোগে গণজোয়ার সৃষ্টি হয়েছে। রূপাপাত ইউনিয়নবাসীর কাছে একজন সমাজসেবক, সৎ যোগ্য ব্যক্তি চেয়ারম্যান প্রার্থী হওয়ায় এই গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে জানাগেছে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সাধারণ মানুষের মাঝে সাড়া জেগেছে ব্যাপক ভাবে। চায়ের দোকান, পাড়া মহল্লা, মাঠঘাট, হাটবাজার সর্বত্র সাধারণ মানুষের মাঝে চলছে সরগরম আলোচনা।
ইউপির বাসিন্দাদের কাছে সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে বিশেষ পরিচিতি রয়েছে রবিউল মোল্যার।
রূপাপাত ইউপির ভোটাররা বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে রবিউলকে তারা চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
প্রার্থী নির্বাচনে তারা ভুল করবেন না। প্রতীক দেখে নয়, ব্যক্তি দেখে ভোট দেবেন। তারা রবিউলকে ভোট দিয়ে জয় নিশ্চিত করাবেন বলেও আশ্বাস দেন। তবে তারা দাবি করেন, যেন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হয় এই ইউনিয়নে।
জানতে চাইলে রবিউল মোল্যা বলেন, উপজেলার মধ্যে রূপাপাত ইউনিয়নের জনগণ অত্যন্ত শান্তি প্রিয়। এই ইউনিয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বাস। এই ইউনিয়নের মানুষের চলাচলের জন্য রাস্তাঘাট নির্মাণ, গরীব অসহায়দের বিভিন্ন ধরণের সহযোগিতা, দুর্নীতি ও অনিয়ম দুরীকরণ, ছাত্র ও যুবসমাজকে মাদক, অন্যায় থেকে দূরে রাখার জন্যই জনগণের পক্ষ থেকে আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি নির্বাচিত হলে এলাকার মানুষের সেবায় কাজ করে যাবো।
তিনি আরো বলেন, এই নির্বাচনে প্রার্থী হয়ে আমি মানুষের ভালোবাসা পেয়েছি। মানুষ আমাকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায় তাদের সেবা করার জন্য তা দেখে আমি বিমূঢ়। দল-মতের উর্ধ্বে থেকে যেন সকলের পাশে দাঁড়াতে পারি সেজন্য আমি সকলের দোয়া চাই।
বিপি/কেজে