Home অন্যান্য লক্ষ্মীপুরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

লক্ষ্মীপুরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চর আবাবিল ইউনিয়নে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন কালে এসএ টিভির সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা, ক্যামেরা ও গাড়ি ভাংচুরের ঘটনায় রবিবার সকাল ১১টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন পালন করা হয় ।

উক্ত ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হোন লক্ষ্মীপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। এ সময় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির প্রধান মোঃ কামাল হোসেন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি সেলিম উদ্দিন নিজামী, এসএ টিভি লক্ষ্মীপুর প্রতিনিধি সাংবাদিক আবদুস শহিদ, ইন্ডিপেন্ডেন্ট প্রতিনিধি আব্বাস হোসেন, গ্লোবাল টেলিভিশন প্রতিনিধি অ আ আবীর আকাশ, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ও দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি মোঃ মনির হোসেন।

উল্লেখ্য ,উক্ত সন্ত্রাসী হামলায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও সন্ত্রাসীদের কাউকে গ্রেফতার করা হয়নি বলে সাংবাদিকগন ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী