Home অন্যান্যশিক্ষা ডোমারে নব-নির্বাচিত পৌর পরিষদের সংবর্ধনা ও বই পড়া উৎসব অনুষ্ঠিত

ডোমারে নব-নির্বাচিত পৌর পরিষদের সংবর্ধনা ও বই পড়া উৎসব অনুষ্ঠিত

by বাংলাপ্রেস ডেস্ক
Published: Updated:
A+A-
Reset

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সূর্বণজয়ন্তী উপলক্ষে নব-নির্বাচিত পৌর পরিষদের সংবর্ধনা, বই পড়া উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ ও পাঠাগার আয়োজিত শুক্রবার সন্ধ্যায় পাঠাগার চত্বরে সংগঠনের সাধারণ সম্পাদক আল-আমিন রহমানের সভাপতিত্বে আজমির রহমান রিশাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রদান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।বিশেষ অতিথি হিসাবে, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরননবী, পৌর কমান্ডার ইলিয়াছ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিনুল ইসলাম বাবু, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক, পৌর কাউন্সিলর মিজানুর রহমান তুলু, রুবেল ইসলাম, সেলিম রেজা, সাবেক ছাত্রনেতা আশিকুর রহমান, হাফিজুর রহমান মন্ত্রী, প্রবাসী জাফর ইকবাল পলাশ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান সোহাগ প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় নব-নির্বাচিত পৌরসভার সকল কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে নীলদিঘি খেলাঘর ও সাহিত্য সংস্কৃতি পরিষদের শিল্পীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী