Home বাংলাদেশ হবিগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

হবিগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

by বাংলাপ্রেস ডেস্ক
Published: Updated:
A+A-
Reset

সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: হবিগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোঃ সাইফুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখা সহ সরকারি-বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক এর টেকনোলজিস্টবৃন্দ।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে এ । মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, গত ২৮ শে ডিসেম্বর স্যাম্পল কালেকশন এর সময় বিলম্বিত হওয়ায় হবিগঞ্জ সদর হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মোঃ সাইফুল ইসলামকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ এর পক্ষ থেকে সারাদেশে মানববন্ধন ও অবস্থান ধর্মঘটের কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে আজকের এ মানববন্ধন পালন করা। আমরা সাইফুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাসি দাবি করছি।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন এর সাধারন সম্পাদক শরীফ মোহাম্মদ উল্যাহ, বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি জামাল হোসেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ জেলা শাখার সভাপতি আরিফুর রহমান আরিফ, সাধারন সম্পাদক মামুন হোসাইন সহ লক্ষ্মীপুরে কর্মরত বিভিন্ন মেডিকেল টেকনোলজিস্ট বৃন্দ।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী