Home অন্যান্যশিক্ষা শাবিপ্রবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

শাবিপ্রবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আগামিকাল সোমবার দুপুরের মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে আজ (১৬ জানুয়ারি), অবরুদ্ধ অবস্থায় থাকা শাবিপ্রবি উপাচার্জকে তালা ভেঙে উদ্ধার করা হয়েছে। প্রভোস্ট বডির পদত্যাগসহ ৩ দফা দাবিতে আন্দোলন করে আসছিল শাবিপ্রবির শিক্ষার্থীরা। শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ ৩০ দিনের সময় চাইলে আর কোনো কালবিলম্বে রাজি হয়নি আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা উপাচার্জকে আইসিটি ভবনে অবরুদ্ধ করে রাখে। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ প্রায় পঞ্চাশটির মতো সাউন্ড গ্রেনেড প্রয়োগ করে। পুলিশ সেখানে অবস্থান নেয়ার পর তাদের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডের মুখে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। শিক্ষার্থীদের যেখানে যে অবস্থায় পাওয়া গেছে সেখানেই পুলিশ তাদের বেধড়ক পিটিয়েছে। নারী শিক্ষার্থীদের উপরেও পুলিশ হামলা চালায়। সেখানে অবস্থানরত বিশ্ববিদ্যালয়টির কয়েকজন শিক্ষক সেই শিক্ষার্থীদের রক্ষা করার চেষ্টা করলে তাদের উপরেও পুলিশ লাঠিচার্জ করে। শাবিপ্রবির উপাচার্জকে এরপর পুলিশি প্রহরায় আইসিটি ভবন থেকে সরিয়ে নেয়া হয়েছে।

শিক্ষার্থীদের ৩ দফা দাবি পূরণে কোনো ধরনের আশ্বাস দেয়া হয়নি উপাচার্জ থেকে। বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজার পদত্যাগসহ হলের গুণগত মান উন্নত এবং অব্যবস্থাপনার সুষ্ঠু সমাধানের দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী