Home অন্যান্যশিক্ষা জবি রোভারদের শীতবস্ত্র বিতরণ

জবি রোভারদের শীতবস্ত্র বিতরণ

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

জবি প্রতিনিধি: ‘সবার প্রতি আহ্বান, শীতার্তদের পাশে দাড়ান’ স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও শীতাত মানুষের পাশে দাঁড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট অ্যালামনাই এসোসিয়েশন।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে রোভার স্কাউট এর সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক শীতবস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামালউদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

এছাড়াও কর্মসূচীতে বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রোভার স্কাউট লিডার অধ্যাপক মো. আবুল কালাম আজাদ ও ড. মো. আবু লায়েক। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, রোভার-ইন-কাউন্সিলের সভাপতি মোল্লা মামুন হাসান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ অন্যান্য রোভার সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের রোভার সদস্যরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শীতার্তদের মাঝে সোয়েটার, কম্বল, শাল ও অন্যান্য শীতবন্ত্র বিতরণ করেন। এছাড়াও রোভার স্কাউটসদের একটি দল শীতবস্ত্র নিয়ে দেশের উত্তরাঞ্চল কুড়িগ্রাম জেলায় শীতবস্ত্র বিতরণ করবে।

উল্লেখ্য যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ কর্তৃক প্রতি বছর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন আর্থসামাজিক কর্মকাণ্ড করে আসছে।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী