হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের আয়োজনে রবিবার (২৭ মার্চ) বিকেলে থানা চত্বরে পুলিশ ও জনতার মধ্যে পারস্পারিক মত বিনিময় সভা ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
তেঁতুলিয়া মডের থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল পঞ্চগড় রাকিবুল ইসলাম বলেন, পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেয়ার জন্য স্থানীয় জনগনের প্রতি আহবান জানিয়েছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহেরুল ইসলাম, এস
আই আব্দুল লতিফ, ৩নং তেঁতুলিয়া সদর ইউপি সদস্য আবু হানিফ, ২নং তিরনই হাট উইপি সদস্য জাহাঙ্গীর আলম, রাজনৈতিক দলেন নেতাকর্মী, জনপ্রতিনিধি, পুলিশ সদস্য ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বিপি/আর এল