Home অন্যান্যশিক্ষা জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের ভাম্যমাণ দেয়ালিকা ‘ষোলআনা বাঙালিয়ানা’

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের ভাম্যমাণ দেয়ালিকা ‘ষোলআনা বাঙালিয়ানা’

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

জবি প্রতিনিধি: বাংলা নববর্ষকে বরণ করে নিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের উদ্যোগে ভাম্যমাণ দেয়ালিকা ‘ষোলআনা বাঙালিয়ানা’ প্রদর্শিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে দেয়ালিকাটি তৈরি করা হয়৷

‘ষোলআনা বাঙালিয়ানা’ নামক দেয়ালিকা জুড়ে দেখা যায়, বাঘ, হাতপাখা, পেঁচা, কলসি, ঢাক-ঢোলের বিভিন্ন রঙিন অবয়ব। পাশাপাশি শিক্ষার্থীদের রচিত কবিতা, গল্পের সমাহারও ছিল দেয়ালিকায়। এবারের ভাম্যমাণ দেয়ালিকাটির সার্বিক তত্বাবধানে ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী নাহিদা বেগম।

শিক্ষার্থীদের এ ভ্রাম্যমাণ দেয়ালিকাটি গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দেয়ালিকাটি উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

এ বিষয়ে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী নাহিদা বেগম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১৩ তম ব্যাচ এ বছর দেয়ালিকা তৈরীর আয়োজন করছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। নববর্ষের আরম্ভ লগ্নে দেয়ালিকা তৈরীর এ আয়োজনে এই ব্যাচের সকল ছাত্র-ছাত্রীবৃন্দ অক্লান্ত পরিশ্রম করছে। সেজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ।

তিনি আরোও বলেন, বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা যারা এ আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য আর্থিক ও পারষ্পরিক সহযোগিতা প্রদান করছে তাদের প্রতি কৃতজ্ঞতা। নববর্ষের নবরুপ তোমাদের রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত, এ লক্ষ্যেই আমরা দেয়ালিকাটি প্রদর্শনের উদ্যোগ নেই৷ আগামীর পথচলা সুন্দর সমৃদ্ধ হোক৷

দেয়ালিকার বিষয়ে বিভাগের শিক্ষার্থী আনন্যামা নাসুহা নুহিন বলেন, আমরা দেয়ালিকাটি মূলত প্রাচীন বাংলায় ব্যবহৃত বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করেছি। এখানে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের লিখা স্থান পেয়েছে।

দেয়ালিকাটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার, উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেনসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী