Home অন্যান্যশিক্ষা জবিতে আবদুল কাদির মোল্লা সিটি কলেজ স্টুডেন্টস এসোসিয়েশনের কমিটি গঠন

জবিতে আবদুল কাদির মোল্লা সিটি কলেজ স্টুডেন্টস এসোসিয়েশনের কমিটি গঠন

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত আবদুল কাদির মোল্লা সিটি কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ স্টুডেন্টস এসোসিয়েশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ এর নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী প্রান্ত সাহা এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মেহেরাবুল ইসলাম সৌদিপ কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) সংগঠনের উপদেষ্টা সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে শনিবার আগামী এক বছরের জন্য ৪০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ এ কমিটির অনুমোদন দেন আবদুল কাদির মোল্লা সিটি কলেজের চেয়ারম্যান, মজিদ মোল্লা ফাউন্ডেশনের সভাপতি ও সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুল কাদির মোল্লা। এছাড়াও আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ও উপদেষ্টা মন্ডলী সদস্য মো. মাহমুদুল হাসান, কলেজের প্রভাষক কাউসার মাহমুদ, গাজী মোশাররাত জাহান ফারজানা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মোহাম্মদ আলী স্বাক্ষর করে এ কমিটির অনুমোদন দেন।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন তায়েবা আক্তার তন্দ্রা, মাহিয়ান এ কে মাহমুদ, সোহান খন্দকার, নাজমুল সরকার নাজু। যুগ্ম সাধারণ সম্পাদক রহমত উল্লাহ সরকার, দিহান সকদিদ পৃথুল, তমা ইসলাম, মেহেদী হাসান, ইমন মিয়া। সাংগঠনিক সম্পাদক মীজান, আবদুল্লাহ, ইকরা ফুরকান ডেফোডিল, হামিমুল হক শিহাভ, সাইফুল ইসলাম খান ও নাদিয়া ইসলাম।

এছাড়াও দপ্তর সম্পাদক সৌরভ সূত্রধর, উপদপ্তর সম্পাদক আসফিয়া লিসা, প্রচার সম্পাদক এনামুল হক বিজয়, উপ-প্রচার সম্পাদক সজীব মিয়া, আনিকা শাহ সাথী। অর্থ সম্পাদক বিশ্বজিত দাস, সহ-অর্থ সম্পাদক রাজিব, ছাত্রী বিষয়ক সম্পাদক মাহিয়া চৌধুরী, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক ইফফাত সুন্নি, ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, বৃত্তি বিষয়ক সম্পাদকনূরুজ্জামান, উপ-বৃত্তি বিষয়ক সম্পাদক মারিয়া হক, আইন বিষয়ক সম্পাদক দুর্জয় বণিক। কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন এনামুল হক, বরকত উল্লাহ, আলিফ হাসান প্রধান, তানভীর আহম্মেদ, ইসরাত জাহান জ্যোতি, হুমায়ারা সুপ্তি, রাজিক উদ্দিন জয়, সায়রুজ্জামান শান্ত, তানভীর আহমেদ, তাসনিম আদান।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী