বাংলাপ্রেস ডেস্ক: শিক্ষামন্ত্রী ড. দিপুমনি বলেছেন, সপ্তাহে দুদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীদের কোন ক্ষতি হবে না। বরং তারা এনার্জি নিয়ে পড়ালেখা করতে পারবে। বর্তমান বৈশ্বিক সংকটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
আজ মঙ্গলবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, আমাদের যে পরিকল্পনা রয়েছে সে পরিকল্পনা অনুযায়ী আমরা সপ্তাহে পাঁচ দিন ক্লাস করাবো। এ কারনে আমরা মনে করি না যে শিক্ষার্থীদের কোন ক্ষতি হবে। বরং অন্যান্য যে কর্মজীবী সপ্তাহে দুইদিন ছুটি পান তাদের মতো আমাদের শিক্ষকেরা ও ছুটি পাবেন। কারন শিক্ষকেরা অন্যান্যদের তুলনায় বছরে ৫১ দিন বেশি কাজ করেন। সেই শিক্ষকেরা যদি সপ্তাহে দুইদিন ছুটি পান সে ক্ষেত্রে শিক্ষকেরা নিজের একটু কাজ করতে পারবেন। এছাড়া একটু বিশ্রাম নিয়ে বাকি পাঁচ দিন তারা আরো উদ্যোমী হয়ে আরো অনেক বেশি এনার্জি নিয়ে কাজ করবে।
এর আগে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৯৭৫’র ১৫ আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল (এমপি), জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মশিউর রহমান, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিপি/কেজে