Home অন্যান্য রুহিয়া থানায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

রুহিয়া থানায় অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানায় সার্ভিস ও সিভিল ডিকেন্স ঠাকুরগাঁও কর্তৃক একটি অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে । ১৭ সেপ্টেম্বর দুপুরে রুহিয়া থানা পুলিশের ব্যবস্থাপনায় রুহিয়া থানা চত্বরে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয় । সার্ভিসের স্টেশন অফিসার সরোয়ার হোসেনের তত্ত্বাবধানে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি চৌকস টিম অগ্নিনির্বাপণ মহড়ায় অংশ নেন। অগ্নিনির্বাপণ মহড়ার আগে থানা হল রুমে ফায়ার সার্ভিসের লিডার শামিম হোসাইন ও ওসি সোহেল রানা পুলিশ সদস্যদেরকে বলেন,আগুন লাগার আগে যা মনে রাখবেন রান্নার পর চুলা সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলুন। ভেজা জামাকাপড় চুলার ওপর শুকাতে দেবেন না। গ্যাসের চুলা জ্বালানোর কমপক্ষে ১৫ মিনিট আগে রান্নাঘরের সব দরজা জানালা খুলে বাতাস চলাচলের ব্যবস্থা করুন।

বাসার বৈদ্যুতিক লাইন প্রতি ছয় মাস পরপর নিয়মিত পরীক্ষা করুন। উন্নত মানের বৈদ্যুতিক তার সরঞ্জাম ব্যবহার করুন। ইস্তিরি, রুম হিটার, ফ্রিজ বা এ রকম ভারী যন্ত্র চালাতে নির্দিষ্ট সকেট ও প্লাগ ব্যবহার করুন।অব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জাম মূল লাইন থেকে বিচ্ছিন্ন রাখুন। ক্ষতিগ্রস্ত বা নিম্নমানের বৈদ্যুতিক তার সরঞ্জাম বদলে ফেলুন।কোনো যন্ত্রই সারা দিন একটানা চালাবেন না। বজ্রপাতের সময় ডিশ লাইনের সংযোগ খুলে রাখুন ।

বাসাবাড়ি বা প্রতিষ্ঠানে অগ্নিপ্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন । ঝুঁকি অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক অগ্নিনির্বাপক যন্ত্র মজুত রাখুন । অগ্নিকান্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অগ্নিনির্বাপণের বিভিন্ন কলা কৌশল সম্পর্কে ব্রিফিং দেন ।ফায়ার সার্ভিস ইউনিটের ফাইটার সদস্যরা অগ্নি নির্বাপণ মহড়ায় গ্যাস সিলিন্ডারে আগুন লাগিয়ে দিয়ে বিভিন্ন কৌশলে আগুন নিভিয়ে দেন। আগুন দেখে তাৎক্ষনিক করনীয়, সিলিন্ডারের আগুন নিভানো, সিলিন্ডার সমান বালতির মাধ্যমে কিভাবে আগুন নিভানো, ভিজা কম্বল বা কাথা ভিজিয়ে আগুন নিভানো এবং ড্রামে আগুন দিয়ে ভেজা বস্তা দিয়ে আগুন নিভানোর কৌশল শিখিয়ে দেন।

 

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী