Home অন্যান্যশিক্ষা উপাচার্য হলেন অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন

উপাচার্য হলেন অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযূক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিয়োগ পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং জাপানের কোবে বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি. ডিগ্রী অর্জন করেন।

এছাড়া তিনি রিসার্চ ফেলো হিসেবে গবেষণা করেছেন ক্যামব্রীজ বিশ্ববিদ্যালয় সহ চারটি বিদেশী বিশ্ববিদ্যালয়ে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, সিন্ডিকেট মেম্বর, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বহু সংখক দেশী ও বিদেশী সামাজিক ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের সদস্য এবং গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ড. কাজী সাইফুদ্দীনের লেখা ৩২টি পুস্তক (বাংলা ও ইংরেজী), ৫০টি গবেষণা প্রবন্ধ এবং ৩২টির বেশী দেশী-বিদেশী কনফারেন্স প্রসিডিংস রয়েছে। এছারা তিনি বৈজ্ঞানিক সম্মেলনে বক্তৃতা করতে আমেরিকা, রাশিয়া, ইউরোপসহ ২০টি দেশ এবং ৪০টি বিদেশী বিশ^বিদ্যালয় ভ্রমন করেছেন। বহুমুখী প্রতিভার অধিকারী ও আন্তর্জাতিক পুরুষ্কার প্রাপ্ত বিজ্ঞানী ড. সাইফুদ্দীন ১৯৭১ এর মহান মুক্তিযূদ্ধের একজন বীর শহীদ মুক্তিযোদ্ধার সন্তান।

উপাচার্য হলেন অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন বহুমুখী প্রতিভার অধিকারী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী, অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন ১৯৭১ সালের মহান মুক্তিযূদ্ধের ৯নং সেক্টরের বীর শহীদ মুক্তিযোদ্ধা কাজী সামশুল হক এবং মরহুমা ফাতিমা খাতুন এর কৃতি সন্তান। তিনি পিরোজপুর জেলাধীন স্বরূপকাঠি উপজেলার অভিজাত ‘আকলমের কাজী’ পরিবারের সন্তান। তিনি কাউখালী উপজেলার বেতকা গ্রামের নানা বাড়ি ও পিরোজপুর শহরে বড় হন এবং গবেষণার কাজে পৃথিবীর বহু দেশ ভ্রমন করেন। তার স্ত্রী রোকসানা ইয়াসমিন ঢাকাস্থ মিরপুর করেজে অধ্যাপনা করছেন এবং একমাত্র কণ্যা কাজী পুষ্পিতা মিম যূক্তরাজ্যে উচ্চ শিক্ষা গ্রহন করছেন। ড. সাইফুদ্দীন পিরোজপুর সরকাবি উচ্চবিদ্যালয় থেকে এস.এস.সি. এবং পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে এইচ.এস.সি. পাস করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের “লাইফ এ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের” ডিন, “সিন্ডিকেট মেম্বর”, এবং মনোবিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন রাজশহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে সাইকোলজী বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জনের পর জাপানের কোবে বিশ্ববিদ্যালয় থেকে ২০০১ সালে ইংজিনিয়ারীং সাইকোলজীতে পিএইচ.ডি. ডিগ্রী অর্জন করেন। এছারা তিনি ভিজিটিং সাইন্টিস্ট হিসেবে ইংল্যান্ডের ক্যামব্রীজ বিশ্ববিদ্যালয় ও ল্যাংকাস্টার বিশ্ববিদ্যালয়, জাপানের তকুশিমা বিশ্ববিদ্যালয় এবং দক্ষিন করিয়ার হানইয়াং বিশ্ববিদ্যালয়ে মানব মস্তিষ্কের জটিল শ্রবন প্রক্রিয়ার উপর উচ্চতর পর্যায়ে গবেষণার কাজ করেছেন। তিনি জাপানের বিখ্যাত মিতসুবিসি হিউম্যান ইঞ্জিনিয়ারীং ল্যাব, নারা সায়েন্স সিটি ওয়েভ ইঞ্জিনিয়ারীং ল্যাব এবং ভারচুয়াল ওয়ার্ল্ড ল্যাবে গবেষণামূলক কোর্স করেছেন।

বিশিষ্ট পরিবেশ, প্রকৌশল, উগ্রবাদ, কগনেটিভ, চিকিৎসা ও নিউরো-সায়েন্স মনোবিজ্ঞানী ড. সাইফুদ্দীন বাংলাদেশ সিভিল সার্ভিসের (শিক্ষা ক্যাডার) সদস্য হিসেবে ইতোপূর্বে পাঁচটি সরকারি কলেজে (রাজশাহী কলেজ, জগন্নাথ কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, সিলেট এমসি কলেজ ও আইডিয়াল কলেজ) শিক্ষকতা করেছেন এবং ২০০৫ সালে যূক্তরাষ্ট্র্রের ক্যালিফোরনিয়া বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকতার অফার লেটার লাভ করেন। তিনি বি.ইউ.পি., এ.আই.ইউ.বি., ও.ইউ., এ.ইউ.বি. সহ বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবেও কাজ করেছেন।

বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, লেখক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়ার অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন মালয়েশীয়ায় অনুষ্ঠিত (২০১৬) “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এন্ড সিস্টেম ইঞ্জিনিয়ারীং” এ যোগদান করেন। “টেকনোলজী ফর সোস্যাল ওয়েলবিয়িং” থিমের উপর তিনি তার মৌলিক গবেষণা উপস্থাপন/বক্তৃতা করে অত্যন্ত সম্মানজনক ভাবে “বেস্ট সাইন্টিস্ট এওয়ার্ড” অর্জন করেন। এই আন্তর্জাতিক কনফারেন্সটি আয়োজন করেছিল কেবাংসান বিশ^বিদ্যালয় মালয়েশিয়া এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল ফিজিক্স (ইটালী)।

অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীনের লেখা এ পর্যন্ত ৩২টি পুস্তক (বাংলা ও ইংরেজী), ৫০টির বেশী গবেষণা প্রবন্ধ (আমেরিকা, ইংল্যান্ড, জাপান, রাশিয়া, ভারত, বাংলাদেশ) এবং ৩২টির বেশী কনফারেন্স প্রসিডিংস আমেরিকা (নিউইয়র্ক, শিকাগো), রাশিয়া, জাপান (ওসাকা, কোবে, তকুশিমা), জর্মানী, ইংল্যান্ড, সুইডেন, তুরষ্ক, দক্ষিন কোরীয়া, হংকং, মালয়েশীয়া, ঢাকা এবং ২২টি গুরুত্বপূর্ণ গবেষণা অর্থায়নে কাজ করেছেন। ড. সাইফুদ্দীনের পিএইচ.ডি. থিসিস যূক্তরাষ্ট্র্রের বিখ্যাত নাসা এর “এ্যস্টোফিজিক্যাল ড্যাটা সিস্টেম” এ প্রকাশিত আছে। তাঁর আবিষ্কৃৃত “থিওরী অব প্রাইমারী সেনসেশন ফর অডিটরী টেমপোরাল পারসেপশন” যূক্তরাষ্ট্র্রের জার্নাল অব একুইস্টিক্যাল সোসাইটি অব অ্যামেরিকা এ প্রকাশিত হয়েছে। অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় জার্নাল অব সাইকোলজী এর প্রতিষ্ঠাতা প্রধান-সম্পাদক সহ নয়টি দেশী বিদেশী গবেষণা জার্নালের সম্পাদনা পর্ষদে কাজ করেছেন।

টেলিভিশনের টকশো ব্যাক্তিত্ব বিশিষ্ট লেখক ড. কাজী সাইফুদ্দীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি (২০১৬), সাধারণ সম্পাদক (২০১২), প্রতিষ্ঠাতা সদস্য সচিব (২০০৮-১১), এবং এক্সিকুয়েটিভ সদস্য (২০১৫) হিসেবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষকদের স্বার্থ প্রতিষ্ঠা ও সমিতিকে প্রাতিষ্ঠানিক রূপদানে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের এক্সিকুয়েটিভ সদস্য (২০১২-১৩), জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দলের সভাপতি, সহ-সভাপতি-১ ও এক্সিকুয়েটিভ সদস্য; বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির সহ-সভাপতি ও ট্রেজারার, দক্ষিন এশিয় মনোবিজ্ঞান সমিতির ট্রেজারার, আমরা মূক্তিযোদ্ধার সন্তান (কেন্দ্রীয় কমিটি) সংগঠনের প্রেসিডিয়াম মেম্বর, দূর্নীতি প্রতিরেধ কমিটির (ঢাকা দক্ষিন) সভাপতি ও সাধারণ সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক হিসেবে কাজ করেছেন।

এছাড়া উল্লেখযোগ্য আরও যে সকল সংগঠনের সদস্য থেকে তিনি গুরুত্বপূর্ণ কাজ করেছেন সেগুলো হলোঃ এ্যাকুইস্টিক্যাল সোসাইটি অব আমেরিকা, সেন্টার ফর এশিয়া প্যাসিফিক এক্সচেন্জ (আমেরিকা), ইন্টারন্যাশোনাল সোসাইটি ফরস াইকো পিজিক্স (জার্মনী), ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ফিলোসফি অব টাইম (জার্মানী), তকুশিমা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন (জাপান), তকুুশিমা ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এ্যালামনাই এ্যাসোসিয়েশন (জাপান), ওয়াই.এম.সি.এ. (জাপান), টাইমিং রিসার্চ ফোরাম (ফ্রান্স), সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ (ইউ.কে.), এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, বাংলা একাডেমি, বাংলাদেশ সাইকোলজিক্যাল এসোসিয়েশন, বাংলদেশ ক্লিনিক্যাল সাইকোলজিক্যাল এসোসিয়েশন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাংলাদেশ রোভার স্কাউট, জাপানিজ ইউনিভার্সিটি এ্যালামনাই এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, সদস্য: দনীয়া কলেজ, শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ এবং সেন্ট্রাল উইমেনস কলেজ, ঢাকা।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী