১৪ অক্টোবর ২০২৫

১৩ বছর প্রেমের পর বিয়ে করলেন মেহজাবীন চৌধুরী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
১৩ বছর প্রেমের পর বিয়ে করলেন মেহজাবীন চৌধুরী
বাংলাপ্রেস ডেস্ক: বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ১৩ বছরের প্রেমিক প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। বিয়ের ভিডিও প্রকাশ্যে এসেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের। যা এখন নেটদুনিয়ায় ভাইরাল। জানা গেছে, আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) মধুমতি মডেল টাউনে বিয়ের আনুষ্ঠানিকতা হয়। বিয়েতে রাজীব পরেছিলেন কফি রংয়ের শেরওয়ানি। আর মেহজাবীন সেজেছিলেন সাদা শুভ্রতায়। ইতিমধ্যেই বিয়ের ছবি প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, বিয়ের মালা পরে বর ও কনে একে অন্যের হাত ধরে দাঁড়িয়ে আছেন। বিয়ের বিশেষ মুহূর্তে চোখের জল ধরে রাখতে পারেননি রাজীব। অশ্রুসিক্ত রাজীবকে দেখে কেঁদে ফেলেন মেহজাবীনও। এসময় একে অন্যকে জড়িয়ে ধরেন তারা। প্রায় ১ মিনিটের ভিডিওটি হৃদয় ছুঁয়েছে নেটিজেনদের। বিয়ে নিয়ে আলোচনার মধ্যে নিজেই ছবি প্রকাশ করলেন মেহজাবীন। কনে সাজে মোহনীয় মেহজাবীনকে ক্যামেরার সামনে দেখা গেছে। বিয়ের ছবি পোস্ট করে আবেগঘন মেহজাবীন ফেসবুকে লিখেছেন, ২০১২ সালের ৯ এপ্রিল আদনান আল রাজীবের সঙ্গে সাক্ষাৎ ঘটেছিল। ১৩ বছর পর সম্পর্কটা বিয়েতে গড়াল। বিয়েতে বিনোদন অঙ্গনের অনেক পরিচিত মুখও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে নুসরাত ইমরোজ তিশা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ ছিলেন। ১৩ বছরের প্রেমিক প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন মেহজাবীন। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে মেহজাবীন ও আদনানের আকদ সম্পন্ন হয়। মেহজাবীনের গায়ে হলুদের যে ছবি ফেসবুকে ঘুরছে, সেখানে বেগুনি রঙা লেহেঙ্গাতে দেখা গেছে মেহজাবীনকে এবং কালো রংয়ের পাঞ্জাবি পরেছেন রাজীব। মাইক হাতে বর কনেকে হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। বর-কনের পেছনে গিটার বাজিয়ে চলছে সংগীতানুষ্ঠান। গায়ে হলুদ ও আকদ’র অনুষ্ঠানে অনেকটা কড়াকড়ি ও নিষেধাজ্ঞা ছিল। আমন্ত্রিত অতিথিদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছিল যেন কেউ কোনো ছবি না তোলেন। মাইকে বার বার ঘোষণাও করা হয়। কিন্তু গোপন রাখা গেল না ছবি। অনেক কড়াকড়ি ও নিষেধাজ্ঞা থাকলেও গায়ে হলুদের দিন রাত্রেই ফাঁস হয় মেহজাবীন ও রাজীবের একাধিক ছবি। দীর্ঘদিন ধরেই রাজীবের সঙ্গে মেহজাবীনের প্রেমের গুঞ্জন চলে আসছিল। অবশেষে গুঞ্জন সত্যি হলো তাদের আনুষ্ঠানিক বিয়ের মধ্য দিয়ে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন