
১৯ হলে মুক্তি পেল ‘আমার শেষ কথা’

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম


নারায়ণগঞ্জে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইসলাম।এতে জয় চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছেন তার শ্যালিকা কাজী জারা টায়রা। সতিকারের শালী-দুলা ভাইকে দেখা যাবে পর্দায় রোমান্স করতে।
জয় চৌধুরী বলেন, ‘ সিনেমাটি কয়েক বছর আগেই বানানো হয়েছে।
যদি পোস্ট প্রোডাকশনের কাজ ভালো হতো, তাহলে দর্শকের কাছে ছবিটা উপভোগ্য হতো। অনেকবার বুঝিয়েছি, শেষ পর্যন্ত আমার কথা শোনেনি কেউ। বিশেষ করে সিনেমা মুক্তির আগে প্ল্যান করে প্রচার করতে হয়। সেটাও কিন্তু এই সিনেমার ক্ষেত্রে করা হয়নি।
মুক্তির দুদিন আগে আমাকে জানোনো হয়েছে যে ছবি মুক্তি দেওয়া হচ্ছে। এভাবে দর্শকের কাছে পৌঁছানো যাবে না। দিনশেষে দোষটা আসবে অভিনয়শিল্পীদের কাঁধে।’এটি কাজী জারা টায়রার প্রথম সিনেমা। এটি দিয়েই বড় পর্দায় অভিষেক ঘটছে তার।
এই নবাগতা বলেন, ‘শুটিং সেটে বাসার মতো ট্রিটমেন্ট পেতাম। কোনো রোমান্টিক সিন শেষে আমরা প্রচুর হাসাহাসি করতাম। খুব মজা করে শুটিং করেছি, অবশেষে ছবিটি রিলিজ পেল। পরিবারের সবাইকে নিয়ে সিনেমাটা দেখার ইচ্ছে আছে।’‘আমার শেষ কথা’ ছবিতে জয়-টায়রা ছাড়া আরো অভিনয় করেছেন কাজী হায়াৎ, মাহমুদুল ইসলাম মিঠু, রেবেকা, ববি, সুব্রত, রিনা খান প্রমুখ।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন



-68eb4afad18dd.jpg)

