১৩ অক্টোবর ২০২৫

২ কোটি টাকা লাভে ফ্ল্যাট বিক্রি করে দিলেন মালাইকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
২ কোটি টাকা লাভে ফ্ল্যাট বিক্রি করে দিলেন মালাইকা
বাংলাপ্রেস ডেস্ক:  প্রায় ২ কোটি ২০ লাখ টাকা লাভে মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টে নিজের বিলাসবহুল ফ্ল্যাটটি বিক্রি করে দিয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। সম্প্রতি লেনদেনের নথি আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রি হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। স্কয়ার ইয়ার্ডসের তথ্য অনুযায়ী, ফ্ল্যাটটি লোকহান্ডওয়ালা কমপ্লেক্সের রুনওয়াল এলিগান্তে আবাসিক প্রকল্পে অবস্থিত। ২০১৮ সালের মার্চে মালাইকা ফ্ল্যাটটি কিনেছিলেন ৩ কোটি ৫০ লাখ টাকায়।ফলে সাত বছরে ফ্ল্যাটটির দাম প্রায় ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিনি ফ্ল্যাটটি বিক্রি করেছেন ৫ কোটি ৫০ লাখ টাকায়। পাঁচ বছর প্রেমের পর ১৯৯৮ সালে অভিনেতা ও প্রযোজক আরবাজ খানকে বিয়ে করেন মালাইকা। বিয়ের প্রায় ১৮ বছর পর, ২০১৬ সালে তাদের বিচ্ছেদ ঘটে।বর্তমানে তাঁদের ছেলে আরহানকে দুজনই দেখভাল করছেন। বিচ্ছেদের পর মালাইকা আলোচনায় আসেন অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে। ২০১৯ সাল থেকে প্রকাশ্যে একসঙ্গে দেখা যেত তাঁদের। তবে গত বছর সেই সম্পর্কেরও ইতি টেনেছেন দুজন।অর্জুন কাপুর এরই মধ্যে স্বীকার করেছেন, তিনি এখন সিঙ্গেল। মালাইকাকে সামনে দেখা যাবে আয়ুষ্মান খুরানা অভিনীত আসন্ন হরর–কমেডি ‘থামা’ ছবির বিশেষ আইটেম গানে। এর আগে তিনি ‘হিপ হপ ইন্ডিয়া সিজন ২’-এ রেমো ডি’সুজার সঙ্গে বিচারকের আসনে ছিলেন। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি 
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন