
৩১ ডিসেম্বর লস অ্যাঞ্জেলসে রাখি সাবন্তের বিয়ে


বাংলাপ্রেস ডেস্ক, ঢাকা: দীপিকা-রণবীর বিয়ে করলেন। প্রিয়ঙ্কা-নিকের বিয়ে হচ্ছে। শিগগিরি বিয়ের পিঁড়িতে বসবেন মুকেশ অম্বানীর মেয়েও। সেলেব্রিটিদের বিয়ের মরসুমে কেন পিছিয়ে থাকবেন টেলিভিশন ও সিনেমার ‘বিতর্কিত’ অভিনেত্রী রাখি সবন্ত!
বুধবার তিনি নিজেই ঘোষণা করে দিলেন আগামী মাসেই বিয়ে করতে চলেছেন তিনি। বিয়ের তারিখ ৩১ ডিসেম্বর। পাত্র দীপক কালাল।
দীপক ‘ইন্ডিয়া গট ট্যালেন্ট’ রিয়েলিটি শো-র প্রতিযোগী। সেই শো-তেই দীপক রাখিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। রাখির হবু বর ইউটিউবের শিল্পী। তিনি নিজেকে ‘সুপার স্টার অফ কাশ্মীর’ বলে দাবি করেন। নিজের বিয়ের কার্ড রাখি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, তাঁর বিয়ে হচ্ছে লস অ্যাঞ্জেলসে।
ভারতীয় সংবাদমাধ্যমকে রাখি জানিয়েছেন, তাঁর বিয়ের খবর সত্যি। বলিউডে সবাই যখন বিয়ে করছেন, তখন তাঁরও বিয়ের ইচ্ছে হয়েছে। দীপক টিভিতে বিয়ের প্রস্তাব দেওয়ার পরেই তিনি রাজি হয়ে যান। রাখি তাঁর বিয়েতে বলিউডের সব তারকাদের ডাকবেন বলেও জানিয়েছেন। সেই তালিকায় শাহরুখ খান ও কর্ণ জোহরও থাকবেন বলে জানিয়েছেন।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





