১৫ অক্টোবর ২০২৫

৭ ঘণ্টা ধরে রংপুর অঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
৭ ঘণ্টা ধরে রংপুর অঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ
বাংলাপ্রেস ডেস্ক: রংপুরের পীরগাছায় পদ্মরাগ কমিউটার ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হওয়ার ৭ ঘণ্টা পার হয়ে গেলেও ঢাকার সঙ্গে রংপুর অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওই রুটে আটকা পড়া ট্রেনযাত্রীরা। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে লালমনিরহাট থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। সন্ধ্যা ৭টায় এই প্রতিবেদন লিখা পর্যন্ত ট্রেনের উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। এ সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে দেখা গেছে। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি পীরগাছা স্টেশনের আউটারে ২নং লাইন থেকে মেইন লাইনে ওঠার সময় লাইনচ্যুত হয়। জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেসের সঙ্গে ক্রসিংয়ের জন্য পীরগাছা রেলস্টেশনে ২নং লাইনে অবস্থান করে। ক্রসিং শেষে ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশ্যে গমনের জন্য লাইন পরিবর্তন করার সময় এর ৫টি বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও কিছু কিছু যাত্রীর মালামাল খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই সেখানে উৎসুক জনতা ভিড় করছে। বিষয়টি নিশ্চিত করে পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জেনারুল ইসলাম জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ায় সারা দেশের সঙ্গে আন্তঃনগর রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, মেইল ট্রেন দোলনচাঁপা, করতোয়া, পদ্মরাগ, রামসাগর, কমিউটার ও নাইনটিন আপ-ডাউনের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুটে এসব ট্রেন চলাচল করতে পারবে না। লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী মো. শিপন আলী বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। উদ্ধার কার্যক্রম চলছে। চেষ্টা করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কাজ শেষ করে রে রেল যোগাযোগ স্বাভাবিক করার। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন