
৯ নভেম্বর মুক্তি পাবে মম অভিনীত সিনেমা ‘স্বপ্নের ঘর’



বাংলাপ্রেস অনলাইন: জাকিয়া বারী মম , জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। তবে বছরজুড়ে তিনি নাটকে অভিনয় নিয়েই বেশি ব্যস্ত থাকেন। কিন্তু তারপরও চলতি বছর দর্শক তার দুটি সিনেমায় দর্শক তাকে দেখছেন। এরইমধ্যে অরুণ চৌধুরী পরিচালিত ‘আলতাবানু’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এই সিনেমায় আলতা চরিত্রে মম’র অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে। এবার দর্শক মম’কে নতুনরূপে দেখতে পাবেন ভিন্ন ধরনের একটি চলচ্চিত্রে। আগামী ৯ নভেম্বর মুক্তি পাবে জাকিয়া বারী মম অভিনীত তানিম রহমান পরিচালিত ‘স্বপ্নের ঘর’ চলচ্চিত্রটি। এতে তার বিপরীতে আছেন আনিসুর রহমান মিলন। এই চলচ্চিত্রে মমকে একেবারে নতুনরূপে দেখতে পাবেন দর্শক।
এদিকে মম বর্তমানে কক্সবাজারে আছেন। সেখানে তিনি অঞ্জন আইচের রচনা ও নির্দেশনায় ‘রূপার সমুদ্র’, ‘আহা কক্সবাজার’ এবং ‘ক্রমশ তোমার গল্প’ নাটকে অভিনয় করছেন। এই নাটকগুলোতে তার সহশিল্পী হিসেবে থাকবেন কল্যাণ কোরাইয়া, অর্ষা, জোভান ও জনি। কক্সবাজারের শুটিং শেষে ৫ নভেম্বর ঢাকায় ফিরেই ‘স্বপ্নের ঘর’র প্রচারণায় নেমে যাবেন মম। এদিকে শিহাব শাহীন পরিচালিত ‘মন ফড়িং’ সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়ে আছেন মম। শিগগিরই শুরু হতে পারে এই সিনেমার কাজ। একই পরিচালকের ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন তিনি।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





