১৪ অক্টোবর ২০২৫

আবারো বড় পর্দায় ফিরছেন রানি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আবারো বড় পর্দায় ফিরছেন রানি

বিনোদন ডেস্ক : ‘হিচকি’-র পর ফের সেলুলয়েডে ধরা দিতে চলেছেন রানি মুখোপাধ্যায়। এবার তিনি আসছেন ‘মর্দানি ২’ নিয়ে। টুইটারে সেকথা জানিয়েও দিয়েছে যশ রাজ ফিল্মস।

২০১৪ সালে মুক্তি পেয়েছিল রানি মুখোপাধ্যায়ের ‘মর্দানি’। বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল ছবিটি। সেখানে এক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন রানি। ছবির বিষয়বস্তু তো বটেই, রানির অভিনয়ও তখন সাড়া ফেলে দিয়েছিল। বিয়ের পর সেটাই প্রথম ছবি ছিল রানির। কিন্তু এই একটা ছবির পর ফের অন্তরালে চলে যান রানি। মেয়ে আদিরার জন্ম হয়। অভিনেত্রী পুরোদস্তুর সংসারী হয়ে যান। কিন্তু মেয়ে একটু বড় হওয়ার পর আবার পর্দায় ফেরার সিদ্ধান্ত নেন রানি। আর এবারও কামব্যাক ফিল্ম হিসেবে নিয়ে আসেন একটি জমজমাট ছবি। নাম ‘হিচকি’। রানিকে দেখা যায় শিক্ষিকার ভূমিকায়।

যশ রাজ প্রোডাকশন হাউজের টুইটারে রানি জানিয়েছেন, গোপী অসাধারণ একটি চিত্রনাট্য লিখেছেন। গল্পটি তাঁর খুব পছন্দ হয়েছে। শুটিং শুরুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি।

‘মর্দানি’ ছবিতে শিবানী শিবাজি রায় নামে এক জাঁদরেল মহিলা পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন রানি মুখোপাধ্যায়। শিশু পাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালান তিনি। ছবিতে ভিলেনের ভূমিকায় অভিনয় করেছিলেন তাহির রাজ ভাসিন। এই ছবিরই সিক্যুয়েল ‘মর্দানি ২’। তবে আগের গল্পের পর থেকে এবারের গল্প শুরু হবে কিনা, তা নিয়ে কিন্তু কিছু প্রকাশ করা হয়নি।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন