বাংলাপ্রেস ডেস্ক: চলতি বছরটা বেশ ভালোই যাচ্ছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির। এ বছরেই মুক্তি পেয়েছে তার ‘গৃহপ্রবেশ’, এরপরে ‘ধূমকেতু’। দুই সিনেমা দিয়েই আলো নিজের দিকে কেড়েছেন অভিনেত্রী। এর মধ্যে ঘোষণা এসেছে আরেক নতুন সিনেমারও।রাজ চক্রবর্তীর ‘হোক কলরব’ ছবিতে দেখা যাবে তাকে।
এবার অন্য রকম চমক দিলেন শুভশ্রী। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজ দিয়ে ওটিটিতে অভিষেক ঘটে এই বড় তারকার। কল্লোল লাহিড়ীর উপন্যাস অবলম্বনে নির্মিত এ সিরিজটি থেকে পেয়েছেন দারুণ প্রশংসা, সেই সঙ্গে কুড়িয়েছিলেন বাড়তি জনপ্রিয়তাও।
সিরিজটির ব্যাপক সাফল্যের পর এবার ফের ওটিটি প্ল্যাটফরমে আসছেন শুভশ্রী। ‘অনুসন্ধান’ সিরিজে দেখা যাবে তাকে। অদিতি রায় পরিচালিত এই সিরিজে সিস্টেমের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে শুভশ্রীকে।
সিরিজের কিছু ঝলক প্রকাশ্যে এলেও গল্প অথবা মুক্তির তারিখ এখনো প্রকাশ্যে আসেনি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]