বাংলাপ্রেস ডেস্ক: দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রি মালয়ালামের আলোচিত নির্মাতা শফি মারা গেছেন। শনিবার (২৫ জানুয়ারি) ১২টা ২৫ মিনিটে কোচির বেসরকারি একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, গত ১৬ জানুয়ারি স্ট্রোক করার পর থেকে চিকিৎসাধীন ছিলেন নির্মাতা শফি। মৃত্যুর কয়েক দিন আগে গুরুতর অবস্থায়ও ছিলেন বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
আলোচিত এ নির্মাতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণী অভিনেতা বিষ্ণু উন্নিকৃষ্ণান। তিনি সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে লিখেছেন, শফি স্যার চলে গেলেন। তবে হাসি আর অবিস্মরণীয় গল্প রেখে গেছেন তিনি, যা চিরদিন লালিত থাকবে। শ্রদ্ধা।
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা রাজসেননের অধীনে সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু হয় শফির। ২০০১ সালে ‘ওয়ান ম্যান শো’র মাধ্যমে পরিচালনায় ডেবিউ হয় তার। দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে দশটিরও বেশি সিনেমা পরিচালনা করেছেন তিনি।
অভিনেতা দিলীপের সঙ্গে তার সহযোগিতার ফলে ‘কল্যাণরামন’, ‘মেরিকুন্ডোরু কুঞ্জাডু’ ও ‘টু কান্ট্রি’সহ কয়েকটি সিনেমা ব্যাপক হিট হয়।
শফির পরিচালিত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘পুলিভাল কল্যাণম’, ‘থোমানুম মাক্কালুম’, ‘মায়াবী’ ও ‘চাট্টন্বিনাড়ু’ সিনেমা। এসব সিনেমা পরিচালনা তাকে মালয়ালাম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচালক হিসেবে খ্যাতি এনে দিয়েছে। সাম্প্রতিক ২০২২ সালে ‘আনন্দম পরমানন্দম’ সিনেমা পরিচালনা করেন তিনি।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]