
আমাকে কেন আক্রমণ করা হলো : হিরো আলম


বাংলাপ্রেস ঢাকা : হামলা-মারধর ও এজেন্টকে বের করে দেওয়াসহ একাধিক অভিযোগে এনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ রোববার সকাল থেকে বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
হিরো আলম বলেন, ‘আমি ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করতে বের হয়েছি। এমন সময় হঠাৎ করেই একদল অজ্ঞাত লোক আমার ওপর হামলা করে। আমাকে মারধর করে। আমি তো স্বতন্ত্রপ্রার্থী। আমাকে তাদের এত ভয় কেন? আমাকে কেন আক্রমণ করা হলো, কেন মারা হলো আমাকে? এই প্রশ্ন সবার কাছে রেখে ভোট বর্জন করলাম আমি।’
‘আমাকে এতো ভয়ের কী আছে। আমি তো কারও ক্ষতি করিনি। জনগণ যদি আমাকে পছন্দ না করেন ভোট দেবেন না। সন্ত্রাসীরা কেন আক্রমণ করবেন’ বলেও মন্তব্য করেন বগুড়া-৪ আসনের এই স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনের একদিন আগে তার নির্বাচনী অফিস ভাঙচুর ও তার সমস্ত পোস্টার ছিঁড়ের ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
হিরো আলম বলেন, ‘আগেও বলেছি এখনো বলছি, চেহারা দেখে মানুষের বিচার করা যায় না। প্রতিভা আর ইচ্ছা শক্তিই সবকিছু। দুইবার নিজ এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়েছি। সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছি। আমি মনে করি, এটা আমার বিজয়। এলাকার মানুষ আমাকে ভালোবাসে তার প্রমাণ পেয়েছি।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীক নিয়ে লড়ছিলেন আলোচিত মডেল-অভিনেতা হিরো আলম। সূত্র: নিউজ২৪
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





