
আমার ওপর হামলা অন্যান্য রাজনৈতিক দলের কাছে বার্তা: নুর


বাংলাপ্রেস ডেস্ক: অন্যান্য রাজনৈতিক দলকে মেসেজ দিতে টার্গেট করে নিজের ওপর হামলার দাবি করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন দাবি করেন তিনি।
দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নুরুল হক নুর বলেন, অন্যান্য রাজনৈতিক দলকে মেসেজ দিতেই টার্গেট করে এ হামলা চালানো হয়। এ সময় ঘটনার ৩৫ দিন পেরিয়ে গেলেও তদন্তের অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
একটি দলের প্রধানকে আক্রমণ করে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে, এমন প্রশ্ন তুলে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, হত্যাচেষ্টার উদ্দেশ্যেই গত ২৯ আগস্ট আমার ওপর হামলা চালানো হয়। সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হিসেবে এ ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে। অন্যথায় দেশে সুষ্ঠু নির্বাচন হবে কিনা, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।
এ সময় নুরুল হক নুরের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল জানান, এখনো পুরোপুরি সুস্থ নন নুর। তার সুস্থ হতে আরও ৬ মাস সময় লাগবে।
উল্লেখ্য, উন্নত চিকিৎসা শেষে নুরুল হক নুরের দেশে ফেরা উপলক্ষে এদিন বিমানবন্দরে ভিড় জমান গণঅধিকার পরিষদের সর্বস্তরের নেতাকর্মীরা।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





