১৩ অক্টোবর ২০২৫

আমির খানের যে ছবি নেট দুনিয়ায় বিতর্কের জন্ম দিয়েছে !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
আমির খানের যে ছবি নেট দুনিয়ায় বিতর্কের জন্ম দিয়েছে !
বাংলাপ্রেস ঢাকা: তিনি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট৷ কিন্তু বিতর্কের ঊর্ধে নন তিনিও৷ পাপারাজ্জিদের নজর এড়িয়ে যায় না তাঁর কাজকর্মও৷ রমজান মাস চলছে। এরই মধ্যে মেয়ে ইরা খানের সঙ্গে খেলার ছবি পোস্ট করেছিলেন সুপারস্টার আমির খান। ব্যস! তাতেই ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ৷ নিশানা করেছেন বাবা-মেয়ের সম্পর্কেও৷ নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রাখেন আমির খান৷ তিনি যান না কোনও অ্যাওয়ার্ড সেরিমনিতে৷ তেমন বড় ইভেন্ট না হলে, তাঁর নাগাল পাওয়া মুশকিল৷ বছরে একটি সিনেমা করেন তিনি৷ সেটাও হয় ব্লকবাস্টার হিট৷ তাঁকে বেশি দেখতে পাওয়া যায় সমাজ সচেতনতামূলক কর্মসূচিতে৷ খুব প্রয়োজন না পড়লে খোলেন না মুখ৷ নিজের জগতে, নিজের মতোই থাকেন৷ কিন্তু এহেন আমিরও যে কোনও সময় বিতর্কে জড়াবেন না, তা হতে পারে? আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় সর্বদা অ্যাক্টিভ নেটিজেনরা৷ কোনও কিছু তাঁদের অপছন্দ হলেই সরব হন তাঁরা৷ এবার মিস্টার পারফেকশনিস্টের ক্ষেত্রেও তাই হল৷ সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে বড় মেয়ে ইরা খানের সঙ্গে খেলার একটি ছবি পোস্ট করেছিলেন আমির৷ আর তা ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক৷ নেটিজেনদের একটি অংশের ছবিটি দেখে অশ্লীল মনে হয়েছে৷ রমজান মাস চলাকালীন এমন ছবি দেওয়া তাদের বিচারে নিয়ম বিরুদ্ধ৷ ছবিটি নিয়ে আমিরকে সমালোচনায় বিদ্ধ করেছেন তাঁরা৷ এমনকি সমস্ত সীমা লংঘন করে বিষয়টিকে যৌনতার দিকেও নিয়ে গিয়েছেন৷ তবে সমাজে রয়েছে দুটি দিক- সাদা ও কালো৷ নেটিজেনদের অন্য একটি অংশ আবার এই খারাপ সমালোচকদের বিরুদ্ধে মুখ খুলেছেন৷ পাশে দাঁড়িয়েছেন বলিউড সুপারস্টারের৷ এইসবের মাঝে আমির খান কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ৷ এখনও নিজের ফেসবুক থেকে ডিলিট করেননি ছবিটি ৷
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন