১৪ অক্টোবর ২০২৫

বাবার হাত ধরেই শানু পুত্রের প্লে-ব্যাক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বাবার হাত ধরেই শানু পুত্রের প্লে-ব্যাক

বাংলাপ্রেস অনলাইন: পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের হাত ধরে বলিউডে প্লে-ব্যাক ডেবিউ করতে চলেছেন কুমার শানুর ছেলে জানকুমার শানু। প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানিয়ে নিজের দ্বিতীয় হিন্দি শর্ট ফিল্ম ‘সিজন’স গ্রিন্টিংস’-র কথা ঘোষণা করেছিলেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। মা ও মেয়ের কাহিনিকে কেন্দ্র করে অাবর্তিত সেই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন পাওলি দাম ও লিলেট দুবে। মিডিয়ার দৌলতে একথা সকলেরই জানা হয়ে গিয়েছে অাগেই।

তবে এবার অারেক চমক দিয়েছেন পরিচালক। রামকমলের এই ছবির হাত ধরেই বলিউডে প্লেব্যাকে ডেবিউ করতে চলেছেন কুমার শানুর ছেলে জানকুমার শানু। পারিবারিক সংগীতের ধারাকে এবার এগিয়ে নিয়ে যেতে চলেছেন জান। ২৪ বছর বয়সি জান অবশ্য এর অাগেই তাঁর কেরিয়ার শুরু করেছিলেন নিজের বাবার গাওয়া ‘দিল মেরা চুয়ারা কিউ’ গানটিকে নতুনভাবে গেয়ে। এছাড়াও শিশুশিল্পী হিসাবে শান্তনু মৈত্র ও শঙ্কর-এহসান- লয়-র মতো প্রতিথযশা সংগীত পরিচালকদের কম্পোজিশনে জিঙ্গলস গেয়েছেন জান। এর অাগে অবশ্য কুমার শানুর মেয়ে শ্যানন তাঁর মিউজিক কেরিয়ার শুরু করেছিলেন। প্রসঙ্গত জান শানুর প্রথম স্ত্রী রীতা ভট্টাচার্যর ছোট ছেলে। অ্যাসর্টেড মোশন পিকচার্স ও এসএসওয়ান এন্টারটেনমেন্টসের ব্যানারে নির্মিত শর্ট ফিল্ম ‘সিজন’স গ্রিটিংস’ রামকমলের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন অভ্র চক্রবর্তী। ৩০ মিনিটের এই ছবিতে পাওলি এবং লিলেট ছাড়াও রয়েছেন মডেল কাম অভিনেতা অাজহার খান। নভেম্বর মাস থেকে এই ছবির শুটিং শুরু হবে কলকাতায়।

‘সিজন’স গ্রিটিংস’-এ গান গাওয়া প্রসঙ্গে জানের মন্তব্য “অামার থেকেও অামার মা বেশি এক্সাইটেড। কেননা রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি গান দিয়ে অামি বলিউডে যাত্রা শুরু করেছি। এই গানটি বিষ্ণুপুর ঘরানার রাগ বেহাগকে অবলম্বন করে তৈরি করা হয়েছে। দাদা (সংগীত পরিচালক শৈলেন্দ্র সায়ন্তী) যেভাবে মিউজিক কম্পোজ করেছেন তাতে এই গানটি অামার অন্যতম প্রিয় গান হয়ে থাকবে।”

জানকে দিয়ে গান গাওয়ানো প্রসঙ্গে রামকমলের অভিমত “অামি ছোটবেলা থেকেই জানকে চিনতাম। অামার এখনও মনে অাছে ওর সাথে কলকাতায় প্রথম অালাপ। জান এবং ওর মা রীতা ভট্টাচার্যর সঙ্গে অামার পরিচয় হয়েছিল। কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গত বছর ওম পুরীর মৃত্যুবার্ষিকীর দিন যখন ওমজির স্ত্রী নন্দিতা পুরী অাবার জানের সঙ্গে পুনরায় অামার পরিচয় করিয়ে দেন, ঈশান (ওম পুরীর ছেলে)—এর অনুরোধে সেদিন জান একটা দারুণ গান গেয়েছিল। তখনই অামি বুঝতে পেরেছিলাম ওর মধ্যে কতখানি প্রতিভা রয়েছে।”

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন