১৪ অক্টোবর ২০২৫

বাংলাদেশের রাস্তায় নাচা সেই নোয়েলকে ভারতে আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাদেশের রাস্তায় নাচা সেই নোয়েলকে ভারতে আটক
বাংলাপ্রেস ডেস্ক:  জনপ্রিয় জার্মান কনটেন্ট ক্রিয়েটর ও নৃত্যশিল্পী নোয়েল রবিনসন ভারত সফরে গিয়ে বিপাকে পড়লেন। ব্যাঙ্গালুরুর রাস্তায় পারফরম্যান্স করার সময় অতিরিক্ত ভিড় হওয়ায় পুলিশ তাদের আটক করে। একই দিনে আরো এক জার্মান কনটেন্ট ক্রিয়েটরকেও আটক করা হয়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ইনস্টাগ্রামে ১.১ কোটির বেশি ফলোয়ার থাকা নোয়েল এবং ২ কোটির বেশি ফলোয়ারধারী ইউনেসকে গত ৩০ জুলাই ব্যাঙ্গালুরু পুলিশ কিছু সময়ের জন্য হেফাজতে নেয়। নোয়েল মূলত তার চমকপ্রদ স্ট্রিট ডান্স এবং হঠাৎ অ্যাফ্রো হেয়ার প্রকাশ করে পারফর্ম করার জন্য পরিচিত। ওই দিনও পারফর্ম করতে গিয়ে এত বড় জনসমাগম হয় যে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। নোয়েল পরে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে জানান, তাকে মাত্র ১৫ মিনিট আটকে রাখা হয় এবং ২ ডলার (প্রায় ১৬০ টাকা) জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। ভিডিওতে বলেন, ‘আমি ভয় পেয়েছিলাম, মনে হয়েছিল জেলে পাঠাবে।তবে এখন আমি নিরাপদ, আর আমি ভারতকে ভালোবাসি!’ এর আগে মুম্বাইয়ে এক পুলিশ অফিসারের সঙ্গে নাচের ভিডিও করে ভাইরাল হয়েছিলেন নোয়েল। উল্লেখ্য, সম্প্রতি ঢাকায় এসেছিলেন নোয়েল। রাজধানীর উল্লেখযোগ্য বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন তিনি। যেখানে ছিল সংসদ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, লালবাগ কেল্লাসহ বিভিন্ন স্থাপনাও। ঢাকায় নোয়েল যেখানেই পা রেখেছেন সেখানেই নেচেছেন, মাতিয়েছেন দর্শক শ্রোতাদের। তার সঙ্গে গুলশানের রাস্তায় নাচতে দেখা গেছে বাংলাদেশি নৃত্যশিল্পী হৃদি শেখকেও। এ ছাড়া সংগীতশিল্পী জেফার রহমানের সঙ্গেও আড্ডা দিতে দেখা গেছে তাকে। এদিকে চার্চ স্ট্রিটে একই কারণে আটক হন ইউনেস জারু, যিনি ইউরোপের অন্যতম জনপ্রিয় ইনফ্লুয়েন্সার। অনুমতি ছাড়া জনসমাগম তৈরি করে ভিডিও করায় পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন