১৩ অক্টোবর ২০২৫

‘বাপ-বেটা দুজনেই পাগল’, আরিয়ান খান প্রসঙ্গে করণ জোহর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১২:৫৫ পিএম
‘বাপ-বেটা দুজনেই পাগল’, আরিয়ান খান প্রসঙ্গে করণ জোহর

বাংলাপ্রেস ডেস্ক:   চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের সঙ্গে অভিনেতা শাহরুখ খানের বন্ধুত্ব বলিউডে বহুল চর্চিত। করণ প্রায়শই শাহরুখকে তাঁর 'ভাই' বলে সম্বোধন করেন। সম্প্রতি শাহরুখের ছেলে আরিয়ান খানের পরিচালনায় প্রথম ছবি ‘ব্যাডাস অফ বলিউড’-এ করণ জোহর অভিনয় করেছেন। এই প্রসঙ্গে একটি ইউটিউব চ্যানেলে আরিয়ান এবং শাহরুখের ব্যক্তিগত গুণাগুণ নিয়ে মুখ খুললেন করণ।

 ‘ব্যাডস অব বলিউড’-এ কাজের অভিজ্ঞতা নিয়ে শাহরুখ-পুত্রকে নিয়ে একটি আবেগঘন নোট লিখেছেন করণ। সেই নোটে তিনি আরিয়ানকে সস্নেহে ‘আমার প্রথম সন্তান’ বলে উল্লেখ করেছেন, যা তাদের পারিবারিক নৈকট্য আরও স্পষ্ট করে তোলে। কমল নাহাটার ইউটিউব শোর র‍্যাপিড-ফায়ার রাউন্ডে করণ জোহর শাহরুখ খান ও আরিয়ান খানের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে মুখ খুলেছেন। করণের দাবি, ‘তাদের দুজনেরই মাথা খারাপ, সমানভাবে পাগলাটে।
প্রতিটি দৃশ্যের প্রতিটি শট সম্পর্কে তাঁরা আবেগপ্রবণ। আরিয়ান যা চায় তা না পেলে পাগল হয়ে যায়।’গুলতেকিনের পর এবার হুমায়ূনকে নিয়ে শাওনের পোস্ট

তবে আরিয়ানের ক্ষেত্রে দৃশ্য মনের মতো না হলে সে খুব দ্রুত ক্ষিপ্ত হয়ে ওঠে। আর এইখানেই করণ দেখিয়েছেন তাদের একটি গুরুত্বপূর্ণ পার্থক্য।

তার কথায়, ‘তবে যেটা ওকে শাহরুখের থেকে আলাদা করে, তা হলো— ওর মঞ্চটা ক্যামেরার সামনে নয়, পিছনে।’

শাহরুখ খানের পেশাদারিত্ব নিয়ে বলতে গিয়ে করণ জোহর জানান এক চমকপ্রদ তথ্য। তিনি বলেন, ‘শাহরুখ খান কখনও কোনো সিনেমা সাইন করার আগে পারিশ্রমিক নিয়ে কথা বলেন না। ও বলে, তুমি যেটা চাও কাগজ পাঠাও, আমি সই করে দেব। আজ পর্যন্ত ও কোনও সিনেমার জন্য টাকা বা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করেনি।

১৮ টাকা কাবিন, বিয়ের পর অভিনেত্রী জানতে পারেন স্বামীর আরেক স্ত্রীর খবর
শাহরুখ খান ও করণ জোহরের সম্পর্কের শুরুটা হয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমা থেকে, যেখানে করণ সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন। এরপর ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মাধ্যমে করণের পরিচালনায় অভিষেক হয়, আর মুখ্য ভূমিকায় ছিলেন শাহরুখ। এই জুটির হাত ধরেই বলিউড পেয়েছে ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ খান’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো একের পর এক সুপারহিট সিনেমা।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন