১৪ অক্টোবর ২০২৫

বীর পাহাড়িয়ার সঙ্গে প্রেমের ইঙ্গিত তারা সুতারিয়ার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বীর পাহাড়িয়ার সঙ্গে প্রেমের ইঙ্গিত তারা সুতারিয়ার
বাংলাপ্রেস ডেস্ক:  বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া মাঝে মধ্যেই কোনো না কোনো কারণে শিরোনামে থাকেন। পেশাগত জীবনের চেয়ে তার প্রেম জীবনের কারণে বেশি খবরে থেকেছেন। আদর জৈনের সঙ্গে বিচ্ছেদের পর বেশ কিছুদিন ধরেই কারো না কারো সঙ্গে তার নাম জড়াতে শোনা যাচ্ছে। এখন বলিউড অভিনেতা বীর পাহাড়িয়ার সঙ্গে জুড়েছে তারা সুতারিয়ার নাম। শুধু তাই নয়, বর্তমানে তাদের কথাবার্তায় মনে হচ্ছে দুজনেই নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন সবার সামনে। এবার তারা সুতারিয়া নিজের প্রেম জীবনের ইঙ্গিত দিলেন। যদিও তিনি সরাসরি বীরের নাম বলেননি, তবে তার হাসি, চোখের ভাষা আর মিষ্টি উত্তরেই যেন অনেক কিছু স্পষ্ট হয়ে ওঠল। রণবীর আল্লাহবাদিয়ার একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি যখন তার ভালোবাসার কথা বলছিলেন, তখন মুখ লাল করে হেসে বললেন, ‘আমি এখন খুব খুশি! হ্যাঁ! আমি আকাশে ওড়ার মতো আনন্দিত।যখন রণবীর জানতে চাইলেন, ‘তুমি আর তোমার পার্টনার কি একসঙ্গে চাঁদের দিকে তাকিয়ে থাকো?’, তখন তিনি হেসে উত্তর দিলেন, ‘হ্যাঁ, ওটা আসলে দারুণ একটা অভিজ্ঞতা।’ এছাড়া প্রেম ও প্রতিশ্রুতি নিয়ে তিনি খোলাখুলি আলোচনা করেন। তিনি বলেন, ‘এই দিক থেকে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আমি ভালোবাসার মানুষকে সত্যি খুব ভালোবাসি, অতীতেও করেছি, এখনো করি এবং ভবিষ্যতেও করব।যে কেউ এমনভাবে ভালোবাসাকে গুরুত্ব দেয়, সে একজন ভালো সঙ্গী হতে পারে। আমার কাছে ভালোবাসা নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’ তিনি ভালোবাসার অপেক্ষায় থাকা মানুষদের উদ্দেশ্যে বলেন, ‘ভালোবাসাকে তাড়া করো না। যেটা তোমার, সেটা তোমার কাছেই আসবে। এটা একটা বিরক্তিকর কথা মনে হলেও, এখন পেছন ফিরে তাকিয়ে দেখি— এটাই সত্যি। তারা সুতারিয়া ও বীরকে একসঙ্গে বহুবার দেখা গেছে, যা গুঞ্জনকে আরো জোরালো করেছে। সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল একটি ফ্যাশন শো-তে, যেখানে তারা র‍্যাম্পে হাঁটার সময় সামনে বসা বীরকে উড়ন্ত চুমু দেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং ভক্তদের আলোচনায় উঠে আসে এই সম্ভাব্য প্রেমের সম্পর্ক। এছাড়াও, ইনস্টাগ্রামে তারা ও বীরের মিষ্টি কথোপকথনও নজর কাড়ে। তারা যখন এপি ঢিলনের সঙ্গে ছবি শেয়ার করেন, বীর কমেন্ট করেন, ‘মাই লাভ’, আর তারা উত্তর দেন, ‘আমার ভালোবাসা’। এই ছোট্ট কথোপকথনেই স্পষ্ট, তাদের মধ্যে ভালোবাসা কতটা গভীর। বলিউড ভক্তদের চোখে এখন তারা এবং বীর এক নতুন রোমান্টিক জুটি। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন