১৪ অক্টোবর ২০২৫

বেতনের দাবিতে চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালের কর্মীরা রাস্তায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বেতনের দাবিতে চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালের কর্মীরা রাস্তায়

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের মেহেদীবাগ এলাকার ন্যাশনাল হসপিটাল চট্টগ্রাম প্রা: লিমিটেড নামক বেসরকারি প্রতিষ্ঠানটি তাদের তিন শতাধিক স্বাস্থ্যকর্মীর বেতন-বোনাস দিতে অস্বীকৃতি জানিয়েছে। ঈদ বোনাস এবং মে মাসের বেতনের দাবিতে আন্দোলনে নেমেছে এই হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা।

সোমবার (১৮ মে) এখানকার স্বাস্থ্যকর্মীরা সকালে কাজে যোগদান না করে হাসপাতালের সামনে অবস্থান নেয়। অবস্থা বেগতিক দেখে কর্তৃপক্ষ বোনাস পরিশোধ করার আশ্বাস দিয়ে দেয়। এই আশ্বাসের ভিত্তিতে কাজে যোগ দেয় হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা৷

জানা যায়, আসন্ন ঈদুল ফিতরের আগে মে মাসের বেতন ও বোনাস দেওয়ার দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে মৌখিকভাবে দাবি জানিয়ে আসছিল হাসপাতালে কর্মরতরা৷ কিন্তু ঈদের আগে বেতন-বোনাস দিতে অস্বীকৃতি জানায় কর্তৃপক্ষ। এ কারণে আন্দোলনের পথ বেছে নেয় স্বাস্থ্যকর্মীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মচারী বলেন, ‘নিজেদের জীবনের ঝুঁকির পাশাপাশি পরিবারকে ঝুঁকিতে রেখে আমরা দিন-রাত তাদের ব্যবসা টিকিয়ে রেখেছি। করোনার সময়ে হাসপাতালের রোগীর সংখ্যা, ল্যাবে টেস্টের সংখ্যাও বেড়েছে বহুগুণ। আমাদের কারণেই কোটি কোটি টাকা মুনাফা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা তাই ঈদের আগে বোনাস ও মে মাসের বেতন দিতে কর্তৃপক্ষকে দাবি জানিয়ে আসছি। কিন্তু করোনার অজুহাত দেখিয়ে আমাদের বেতন-বোনাস তারা দিতে অস্বীকৃতি জানিয়েছেন। সেইজন্য আমরা আন্দোলনে নেমেছি।’

তিনি আরও বলেন, ‘ল্যাব আর হাসপাতাল মিলে প্রায় তিনশো’র বেশি স্টাফ আছে। ঘন্টাখানেক অবস্থান নেওয়ার পর কর্তৃপক্ষ মে মাসের বেতনের ব্যাপারে কিছু না বললেও বোনাস পরিশোধ করবে বলে আমাদের আশ্বস্ত করেছে।’

এ প্রসঙ্গে মন্তব্য জানতে ন্যাশনাল হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. আবু নাছেরের সাথে মুঠোফোন যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন