১৪ অক্টোবর ২০২৫

বিচ্ছেদের পর যা লিখলেন নেহা কক্কর...

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিচ্ছেদের পর যা লিখলেন নেহা কক্কর...

বাংলাপ্রেস ডেস্ক: এই শো’তেই ভালবাসার মানুষটার সঙ্গে ভক্তদের পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। সেই শো’তেই ভেঙে পড়লেন গায়িকা নেহা কক্কর। কারণ, সেই ভালবাসার মানুষটার সঙ্গে বিচ্ছেদ।

গানের ভুবন ভরিয়ে দেওয়ার পাশাপাশি আজকাল নেহা কক্করকে টেলিভিশনে প্রায়শই দেখা যায়। কখনও কোনও প্রতিযোগীর গান মন ছুঁয়ে গেলে রিয়্যালিটি শো’য়ের বিচারক নেহা কক্করের চোখে জলও চলে আসে। সেই নেহা কক্করেরই ব্রেক আপ হয়েছে প্রেমিক হিমাংশ কোহালির সঙ্গে। আর তা নিয়ে ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্টও লিখেছেন গায়িকা।

হিমাংশের সঙ্গে ব্রেক আপের পরেই নেহা ইনস্টাগ্রামে লেখেন, ‘‘আমি জানি, আমি একজন তারকা। কিন্তু আমিও তো একটা মানুষ। আজ একটু বেশিই ভেঙে পড়েছি। আর তাই আবেগটাকে ধরে রাখতে পারছি না। সেলিব্রিটিদের দুটো মুখ থাকে। একটা পার্সোনাল আর একটা প্রফেশনাল। ব্যক্তিগত জীবন যতটাই ঘেঁটে যাক না কেন, কাজের জায়গায় মুখে সবসময়ই হাসিই দেখতে পাবেন।’’

হিমাংশের সঙ্গে ব্রেক আপের পরেই নেহা ইনস্টাগ্রামে লেখেন, ‘‘আমি জানি, আমি একজন তারকা। কিন্তু আমিও তো একটা মানুষ। আজ একটু বেশিই ভেঙে পড়েছি। আর তাই আবেগটাকে ধরে রাখতে পারছি না। সেলিব্রিটিদের দুটো মুখ থাকে। একটা পার্সোনাল আর একটা প্রফেশনাল। ব্যক্তিগত জীবন যতটাই ঘেঁটে যাক না কেন, কাজের জায়গায় মুখে সবসময়ই হাসিই দেখতে পাবেন।’’ না এখানেই থেমে থাকেননি ‘আঁখ মারে’র গায়িকা। লিখছেন, ‘‘সবাই এখন এই নিয়ে কথা বলবেন। জানি না কে কী বলবেন? যেগুলো আমি কখনও করিনি সে সব নিয়ে এখন মানুষ চর্চা করবেন। কিন্তু তাতে আমার কিস্যু যায় আসে না। সব কিছু শোনার আর সব কিছু সহ্য করার আমার এখন অভ্যাস হয়ে গিয়েছে।’’

নেহার আরও বক্তব্য, ‘‘কত খারাপ মানুষেরা আছেন এই দুনিয়ায়। জীবনের সব কিছু দিয়ে দিলাম। আর বদলে কি পেলাম? যা পেলাম তা শেয়ারও করতে চাই না।’’

বলিসূত্রের খবর, ওই রিয়্যালিটি শো’য়ে একটি ইমোশন্যাল গান গাইছিলেন এক প্রতিযোগী। আর সেই গান শুনেই ভেঙে পড়েন নেহা কক্কর। এই শো’তে এসেই নেহার হাত ধরে দু’জনের সম্পর্কের কথা খোলসা করেছিলেন অভিনেতা হিমাংশ কোহালি। হিমাংশকেই বিয়ে করবেন, এমনকি এ কথাও ওই রিয়্যালিটি শো’য়েই বলেছিলেন নেহা।

নেহা ঘনিষ্ঠমহলের দাবি, ‘‘ব্যক্তিগত জীবনে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন নেহা। ১৩ ডিসেম্বর রিয়্যালিটি শো’য়ের শুটিংয়ের সময় ভেঙে পড়েন নেহা। এক প্রতিযোগী একটি ইমোশনাল গান গাইতেই চোখের জল আর আটকে রাখতে পারেননি গায়িকা। যখন থেকে শুটিংয়ে নেহা এসেছে, তখন থেকেই ওঁকে একটু অন্যরকম দেখাচ্ছিল। আর পাঁচটা দিন যতটা উত্তেজিত ওঁকে দেখায়, এ দিন তা মনে হচ্ছিল না।’’

নেহার ব্যক্তিগত জীবন একটু ঘেঁটে রয়েছে ঠিকই। তবে বলিউডকে একের পর এক হিট গান উপহার দিয়ে চলেছেন গায়িকা। কিছু দিন আগেই তাঁর গলায় ‘দিলবর’ গানটি বেশ হিট হয়। আর এখন ‘সিম্বা’ ছবির ‘আঁখ মারে’ গানটিও সুপারহিট।

বিপি/কে এইচ

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন