
বিচ্ছেদের পথে কিডম্যান-আরবান


বাংলাপ্রেস ডেস্ক: হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান ও চারবারের গ্র্যামি জয়ী কান্ট্রি গায়ক কিথ আরবান দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। সূত্রের বরাত দিয়ে বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।
২০০৬ সালের জুনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। তাদের সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে—সানডে রোজ (১৭) এবং ফেইথ মার্গারেট (১৪)। বিনোদন ম্যাগাজিন টিএমজি প্রথম বিষয়টি প্রকাশ করে জানায়, চলতি গ্রীষ্ম থেকেই তারা আলাদা থাকছেন। তবে বিচ্ছেদটি কিডম্যানের পক্ষ থেকে চাওয়া হয়নি বলে জানা গেছে। বিচ্ছেদের সুনির্দিষ্ট কারণ এখনও প্রকাশ্যে আসেনি।
প্রায় দুই দশকের এই সম্পর্কে নিকোল ও কিথ নানা কঠিন সময় অতিক্রম করেছেন। বিয়ের কয়েক মাস পরই কিথ আরবান মাদকাসক্তি ও মদ্যপানের কারণে পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হন। সে সময় দুজনই বলেছিলেন, সংকট তাদের সম্পর্কে আরও দৃঢ়তা এনেছিল।
২০১০ সালে ‘দ্য অপরাহ্ উইনফ্রে শো’-তে কিথ আরবান স্মৃতিচারণ করে বলেন, আমি বিশ্বাস করি, সবকিছু এমনভাবে ঘটেছিল যাতে আমরা একে অপরের সঙ্গে মিলিত হতে পারি। নিকোল আমাকে নতুনভাবে বাঁচতে শিখিয়েছে এবং জীবনে অনেক কিছু উপহার দিয়েছে।
এমনকি বিচ্ছেদের খবর প্রকাশের কয়েক মাস আগেও তাদের একসঙ্গে হাসিখুশি দেখা গেছে। জুনে টেনেসির ন্যাশভিলে এক ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ম্যাচে দুজনকে দেখা যায়। এর আগের মাসে অ্যাকাডেমি অব কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ডসে কিথকে সম্মানিত করার সময়ও তারা হাতে হাত রেখে ক্যামেরাবন্দী হন।
উল্লেখ্য, নিকোল কিডম্যানের এটি দ্বিতীয় দাম্পত্য জীবন। এর আগে অভিনেতা টম ক্রুজের সঙ্গে তার বিয়ে হয়েছিল, যা ২০০১ সালে বিচ্ছেদে গড়ায়। তাদেরও দুটি সন্তান রয়েছে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন



-68eb4afad18dd.jpg)

